Tumgik
#নতুন লোন
banglakhobor · 10 months
Text
লাখ লাখ SBI গ্রাহকদের জন্য বড় ধাক্কা! কড়া সিদ্ধান্ত নিল ব্যাঙ্ক, এখনই জানুন
নয়া দিল্লি: দেশের সর্ববৃহৎ সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) গ্রাহকদের জন্য বড় আপডেট দিয়েছে। শনিবার থেকে MCLR বাড়িয়েছে ব্যাঙ্ক। এর ফলে এসবিআই হোম লোন এবং গাড়ি লোন নেওয়া ব্যয়বহুল হয়ে উঠবে। আপনার বাড়ি এবং গাড়ির ঋণের EMI বৃদ্ধি পাবে। দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ১৫ জুলাই থেকে ১৪ জুলাই থেকে MCLR ৫ বেসিস পয়েন্ট (BPS) বাড়িয়েছে।   SBI-এর…
View On WordPress
0 notes
alaminmiatanga · 2 months
Link
বিকাশে কেনাকাটার ক্ষেত্রে আপনার বিকাশে টাকা না থাকলেও লোন নিয়ে কেনা কাটা করতে পারবেন এবং কিস্তিতে টাকা পরিশোধ করতে পারেন-অনেকটা ক্রেডিট কার্ডের মতই সুবিধা–Bkash Pay Later Optionটাকা ছাড়া কেনা কাটা? হ্যাঁ।– অনলাইনে পেমেন্ট করবেন কিন্তু আপনার বিকাশ একাউন্টে ব্যালেন্স না থাকলেও চলবে। সিটি ব্যাংক ও বিকাশ নিয়ে এলো বিকাশ অ্যাপে পে-লেটার অপশন ব্যবহার করেই কিনতে পারবেন। বাংলাদেশে ক্যাশলেস পেমেন্ট দুনিয়ার নতুন দুয়ার খুললো পে-লেটার। এখন আপনার সুবিধামতো দেশজুড়ে ৬ লাখেরও বেশি বিকাশ মার্চেন্ট আউটলেটে পে-লেটার ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।  ৭ দিনের মধ্যে ইন্টারেস্ট ছাড়া সম্পূর্ণ পরিশোধ অথবা ৬টি সহজ মাসিক কিস্তিতে আপনার পেমেন্ট পরিশোধ করতে পারবেন।
0 notes
24x7newsbengal · 4 months
Link
0 notes
takapoysanews · 9 months
Text
SBI YONO Login Forgot Password।YONO পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে নতুন পাসওয়ার্ড তৈরি করবেন। - TAKAPOYSANEWS
0 notes
shongjogyou · 1 year
Text
সঠিক আর্থিক সার্ভিস নির্বাচনে করনীয়
আর্থিক সার্ভিস পেতে হলে গ্রাহককে প্রথমেই আর্থিক সার্ভিস নির্বাচনে যাচাই বাছাই করার প্রয়োজন হয়ে থাকে যতক্ষন না পর্যন্ত গ্রাহক অবগত থাকেন কোন ধরনের আর্থিক সার্ভিস গ্রাহকের দরকার। এক্ষেত্রে মনে রাখা ভালো, সঠিক আর্থিক সার্ভিস যেমন আয়বর্ধকে সহায়তা করে অন্যদিকে, ভুল আর্থিক সার্ভিস আয় নিরোধোক হিসেবে কাজ করবে। আর্থিক সার্ভিস পেতে বিড়ম্বনা লেখায় আর্থিক সার্ভিস নির্বাচনের বিভ্রান্তির ব্যাপারে বিস্তারিত বলা হয় নি। আর্থিক সার্ভিস নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় জেনে সিদ্ধান্ত নেওয়া জরুরী। যেমন,
কোন ধরনের আর্থিক সার্ভিসটি দরকার? প্রশ্নটির উত্তর নিজেই দিতে পারবেন যদি আপনি অবগত থাকেন কোন আর্থিক সার্ভিসটি আপনার জন্য যথাপোযুক্ত হবে। ধরা যাক, আপনার ঋণ দরকার। যদি ব্যবসা বাড়াতে আর্থিক সার্ভিস প্রয়োজন পড়ে তাহলে ব্যবসায় ঋণ অথবা উদ্যোক্তা ঋণ আপনার জন্য, অন্যদিকে নিজেস্ব প্রয়োজনে আছে পার্সোনাল লোন, বাড়ি নির্মান বা ক্রয়ের জন্য হোম লোন, গাড়ি ক্রয় করার জন্য কার লোন ইত্যাদি। এক্ষেত্রে বিভিন্ন খাতের ঋনের সুদের হার, ঋণ পরিশোধের সময়কাল ইত্যাদির ভিন্নতা হতে পারে।
যোগ্যতা এবং সময়কাল! আর্থিক সার্ভিস গ্রহনের ক্ষ��ত্রে ব্যাংক বা যে কোন আর্থিক প্রতিষ্ঠানে নির্দিষ্ট যোগ্যতা এবং কিছু শর্ত পূরণ করতে হয়। তা ছাড়া সার্ভিস গ্রহন করা অনেকক্ষেত্রেই অসম্ভব হয়ে দাঁড়ায়। যেমন,
গ্রাহকের আয়,
আয়ের উৎস,
ঋণ পরিশোধ করার ক্ষমতা,
যথাযথ গ্যারান্টার বা জামানতকারী,
সম্পদের পরিমাণ
এসব ছাড়াও আরও কিছু শর্তাবলির উপরে নির্ভর করে থাকে আর্থিক সার্ভিসটি পাবার ক্ষেত্রে। এক্ষেত্রে গ্রাহকের সামর্থ অনুযায়ী বিবেচনা করে আর্থিক সার্ভিসটি গ্রহন করা উচিত। তা না হলে গ্রাহকের কাছে আর্থিক সেবাটি বোঝা হয়ে দাঁড়াবে। এছাড়াও আর্থিক সার্ভিসের সময়েকাল ভেদে সার্ভিসের ভিন্নতা হতে পারে। ঋনের ক্ষেত্রে সময়কাল নির্বাচন করা গুরুত্বপূর্ন একটি বিষয়। ঋনের সময়েকালের উপরে গ্রাহকের প্রবৃদ্ধি নির্ভর করে থাকে।
নথিপত্র(ডকুমেন্টস) সংগ্রহ আর্থিক সার্ভিসের ভিন্নতার হিসেবে ডকুমেন্টস সংগ্রহ এবং এসকল কাগজপত্রের ভিন্নতা দেখা যায়। তাই কোন ধরনের আর্থিক সার্ভিসে কী কী ডকুমেন্টস প্রয়োজন হতে পারে এ ব্যাপারে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখা ভালো। প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেবার পরে একটি নির্দিষ্ট কার্যদিবস পরে গ্রাহকগণ আর্থিক সার্ভিসটি পেয়ে থাকেন। এর মধ্যে এইসকল ডকুমেন্টস কয়েক ধাপে ভ্যারিফিকেশন করা হয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডকুমেন্টসের অভাবে কিংবা নির্দিষ্ট কার্যদিবসের শেষেও আর্থিক সার্ভিসটি পেতে বিলম্বনা হয়ে থাকে।
উপরোক্ত সমস্যার একটি নতুন সমাধান হচ্ছে “সংযোগইউ (SHONGJOGyou)”। সংযোগইউ হচ্ছে অনলাইন ই-ফিন্যান্স সার্ভিস প্লাটফর্ম যার মাধ্যমে ঘরে বসেই অনলাইনে ঋণ সহ যে কোন আর্থিক সার্ভিস সম্পর্কিত সকল তথ্য জানা ও গ্রহন করা যাবে। সংযোগইউর মাধ্যমে ঋণ বা যে কোন আর্থিক সার্ভিস গ্রহণের ক্ষেত্রে গ্রাহক সঠিক আর্থিক সার্ভিসসমূহ যাচাই এবং তুলনা করতে পারবে। ফলে সঠিক আর্থিক সার্ভিস গ্রহন করা যাবে আরও সহজে। আপনার এলাকার সকল আর্থিক সার্ভিসের ব্যাপারে জানতে আজই রেজিস্ট্রেশন করুন আমাদের ওয়েবসাইটে এবং খুঁজে নিন আপনার সক্ষমতা অনুযায়ী উপযুক্ত আর্থিক সার্ভিসটি।
Tumblr media
0 notes
mdaleakgazi · 2 years
Photo
Tumblr media
মানুষের জীবনের চাওয়া পাওয়াঃ- ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ ❐ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন। ❐ ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন। ❐ পুলিশ চায় আপনি বেআইনী কাজ করেন। ❐ ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়্যারিং জ্বলে যাক। ❐ বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন। ❐ মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক। ❐ ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋনগ্রস্থ হোন। ❐ প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক। 🎇৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। ১| নদীর পাড়ের বাড়ি ২। ব্রেক ছাড়া গাড়ি ৩। ঘর ছাড়া নারী। 🎇তিনটি জিনিস একবার আসেঃ (১) মাতা-পিতা (২) সৌন্দর্য্য (৩) যৌবন। তিনটি জিনিস 🎇ফিরিয়ে আনা যায়নাঃ (১) বন্দুকের গুলি (২) কথা (৩) রূহ। 🎇তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ (১)সু-সন্তান (২)ভাল কাজ (৩) ইলম। 🎇তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ (১)চুরি (২)চোগলখুরী (৩)মিথ্যা। 🎇তিনটি জিনিস জীবনে রাখতে নেইঃ (১)হিংসা (২)অভাব (৩)সন্দেহ। 🎇তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা উচিতঃ (১) উপদেশ (২) উপকার (৩) মৃত্যু। 🎇তিনটি জিনিস কে আয়ত্বে রাখা উচিতঃ (১) রাগ (২) জিহবা (৩) মন। 🎇তিনটি জিনিস অভ্যাস করা উচিতঃ (১) সততা (২) ভক্তি (৩) ভালোবাসা 🎇তিনটি জিনিস থেকে দূরে থাকা উচিতঃ (১) মিথ্যা (২) অহংকার (৩) অভ���শাপ। 🎇তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিতঃ (১) কলম (২) কথা (৩) কদম নুপুরের দাম হাজার টাকা,, কিন্তু তার স্থান পায়েই হয়,, টিপের দাম এক টাকা হলেও ,, তার স্থান কপালে। "যে নুনের মতো তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু"। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি,, আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়েনি। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় ,, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না,, আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশী। এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,, আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, পানি মেশাননি তো?",, আর মদে নিজেরাই পানি মিশিয়ে খাই। আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম,,, যে -"তাকে জানোয়ার বললে ক্ষেপে যায়,, কিন্তু সিংহ বললে খুব খুশি হয় !! 🤔মানুষ বড়ই আজব প্রানী🤔 =================={{পোস্ট - সংগৃহীত}}===== https://www.instagram.com/p/CivbOYphZvh/?igshid=NGJjMDIxMWI=
0 notes
hassanandassociates · 2 years
Text
*** কোম্পানি রেজিস্ট্রেশন এখন মাত্র ৩-৭ দিনে করা সম্ভব ***
#কোম্পানি_রেজিস্ট্রেশন ও #আমদানি_রপ্তানি লাইসেন্সে সহায়তা।
👌 কেন ব্যবসা শুরু করবেন প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করে ?
প্রিয় সুধী,
আমরা লক্ষ্য করেছি যে, অনেক উদ্যোক্তা বা নতুন ব্যবসায়ী তাদের ব্যবসা শুরু করেন একটি ট্রেড লাইসেন্স দিয়ে। আমাদের দীর্ঘ দিনের পূর্ব অভিজ্ঞতা থেকে কোম্পানি পরামর্শ দাতা হিসেবে উদ্যোক্তা বা নতুন ব্যবসায়ীদের প্রতি পরামর্শ হল, ব্যবসা শুরু করুন কিন্তু প্রথমে প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন দিয়ে শুরু করুন ।
👉 প্রথমে শুধু ট্রেড লাইসেন্স এর উপর ভিত্তি করে উপরোক্ত সমস্ত ডকুমেন্ট বা প্রোফাইল ডেভেলপ করলে পরবর্তীতে ওই নামে আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি করার সুযোগ নাও পেতে পারেন, কারন ততদিনে অন্য কেও আপনার ব্যবসায়িক নামে তা' রেজিস্ট্রেশন করে নিতে পারে। যা আপনার জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।
👉 এছাড়া ভিত্তি হিসেবে ট্রেড লাইসেন্স এর চেয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানির অনেক রকম সুবিধাদি বা গ্রহনযোগ্যতা রয়েছে। যেমন ব্যাংক লোন পেতে, প্রোজেক্ট লোন পেতে, সামাজিক মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে, সাপ্লাই বা টেন্ডার আবেদনে সুবিধা, ব্যক্তি বা অন্যান্য কোম্পানি থেকে বিনিয়োগ পেতে সুবিধা, আন্তর্জাতিক পরিচয়ের ক্ষেত্রে, দেশব্যাপি সম্মানের সাথে ব্যবসা করার সুবিধা ইত্যাদি।
তাই ব্যবসা শুরুর পূর্বে করুন প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন করুন, যা আপনার পূর্বের গড়া সুনাম ও ব্রান্ড অক্ষুন্ন রাখতে সহায়ক হবে।
বাংলাদেশে এখন মাত্র ৩-৭ দিনের মধ্যে প্রাইভেট লিমিটেড কোম্পানির নিবন্ধন করা যায়, আপনি দেশের বাহিরে থাকাকালীন সময়েও বাংলাদেশে প্রাইভেট লিমিটেড কোম্পানির নিবন্ধন করতে পারবেন।
👌 বাংলাদেশে প্রাইভেট লিমিটেড কোম্পানির নিবন্ধন এখন সম্পূর্ণ অনলাইন কার্যক্রম হয়ে যাওয়ায়, এটি এখন অনেক সহজতর।
কোম্পানির নিবন্ধনের জন্য আমাদের কেবল ২ জন পরিচালক এর NID ও TIN নম্বর প্রয়োজন ।
👉 আয়কর বিষয়ক ছাড়াও আমাদের অন্যান্য সেবা সমূহ :
Tumblr media
কোম্পানি রেজিস্ট্রেশন (দেশি ও বিদেশি) ও রিটার্ন ফাইলিং ও পরবর্তীতে যে কোনো পরিবর্তন মূলক কাজ, পার্টনারশিপ রেজিষ্ট্রেশন, আমদানি রপ্তানি লাইসেন্স, BIN, মাসিক ভ্যাট ফাইলিং, ট্রেড লাইসেন্স।
বিস্তারিত জানতে নীচের whatsapp নম্বরে যোগাযোগ করতে পারেনঃ
+880 1713-257629
1 note · View note
bissobatra · 2 years
Text
Atalanta থেকে Matteo Pessina-এর জন্য Monza FC সিকি���র লোন মুভ -Bissobarta
Atalanta থেকে Matteo Pessina-এর জন্য Monza FC সিকিউর লোন মুভ -Bissobarta
সর্বশেষ সংষ্করণ: জুলাই 07, 2022, 09:43 IST মঞ্জা আটলান্টা থেকে একটি সিজন-দীর্ঘ ঋণে ইতালির আন্তর্জাতিক এবং স্থানীয় ছেলে মাত্তেও পেসিনাকে সই করেছেন, বুধবার নতুন সেরি এ ক্লাব জানিয়েছে। সিলভিও বার্লুসকোনির ক্লাব একটি বিবৃতিতে বলেছে যে তারা বাধ্য থাকবে “কিছু শর্ত পূরণ হলে এই পদক্ষেপটি স্থায়ী করতে”, যা ইতালীয় মিডিয়ার প্রতিবেদনে মোনজা শীর্ষ ফ্লাইটে রয়েছেন। পেসিনা মনজাতে র‌্যাঙ্কের মধ্য দিয়ে আসেন…
View On WordPress
0 notes
loandarkar · 2 years
Text
এসবিআই মুদ্রা লোন কিভাবে পাওয়া যায় । প্রধানমন্ত্রী মুদ্রা লোন অনলাইন আবেদন। Mudra loan online apply।
এসবিআই মুদ্রা লোন কিভাবে পাওয়া যায় । প্রধানমন্ত্রী মুদ্রা লোন অনলাইন আবেদন। Mudra loan online apply।
এসবিআই মুদ্রা লোনঃ বন্ধুরা ব্যবসা করছেন বা নতুন ব্যাবসা শুরু করতে যাচ্ছেন, হঠাৎ টাকার প্রয়োজন পড়েছে, চিন্তা করছেন কোথায় পাব। আর চিন্তার কারন নেই, মুদ্রা লোন এসে গিয়েছে। হাত বাড়ালেই টাকা, এমনকি বাড়িতে বসেই। এসবিআই মুদ্রা লোন হলো ছোট এবং মাঝারি মাপের ব্যবসায়ীদের জন্য একটি উল্লেখযোগ্য বিজনেস লোন যা ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃক প্রদান করা হয় । Micro Units Development and Refinance Agency…
Tumblr media
View On WordPress
0 notes
devotedlyuniquefest · 2 years
Text
বিকাশ থেকে কিভাবে লোন নেওয়া যায়
কিছু দিন আগে বিকাশ একটি নতুন ফিচার যোগ করেছে তা হল সিটি ব্যাংক থেকে কিভাবে লোন নেওয়া যায়। বিকাশ এর সাথে একত্রিত হয়ে চালু করেছে দেশের প্রথম ডিজিটাল ঋণ বিতরণ সেবা। তারি ধারাবাহিকতায় কিছু কিছু যায়গায় পরীক্ষামূলক থাকার পর ১৫ই ডিসেম্বর ২০২১ থেকে সেবাটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শুরুতে এর আওতায় সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল লোন পাওয়া যেত। এখন বিকাশ লোনের পরিমাণ একটু বাড়িয়ে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত করেছেন ।
0 notes
wing-news · 2 years
Text
রেজারপে লোন পাইন ক্যাপিটাল, অন্যান্য থেকে $375 মিলিয়ন সংগ্রহ করে; মূল্য $7.5 বিলিয়ন থেকে দ্বিগুণেরও বেশি
রেজারপে লোন পাইন ক্যাপিটাল, অন্যান্য থেকে $375 মিলিয়ন সংগ্রহ করে; মূল্য $7.5 বিলিয়ন থেকে দ্বিগুণেরও বেশি
Razorpay লোন পাইন ক্যাপিটাল এবং অন্যান্যদের থেকে 7.5 বিলিয়ন মার্কিন ডলার মূল্যায়নে নতুন তহবিল থেকে USD 375 মিলিয়ন (প্রায় 2,850 কোটি টাকা) সংগ্রহ করেছে, যা এই বছরের এপ্রিলে ফিনটেক মেজর এর শেষ ফান্ডিং রাউন্ড থেকে দ্বিগুণেরও বেশি হয়েছে, এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও হর্ষিল মাথুর ড. পিটিআই-এর সাথে কথা বলার সময়, মাথুর বলেছিলেন যে সিরিজ এফ রাউন্ডটি লোন পাইন ক্যাপিটাল, অ্যালকিয়ন ক্যাপিটাল এবং টিসিভি…
View On WordPress
0 notes
paathok · 3 years
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/141744
ভয়ঙ্কর দুঃসময় অতিক্রম করছি,ব্যাংকিং ব্যবস্থা বিনষ্ট করে দিয়েছে সরকার
.
১০ কোটি টাকা লোন নিলে ৫ কোটি টাকা ঘুষ দিতে হয় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার আমাদের ব্যাংকিং ব্যবস্থা একেবারে বিনষ্ট করে দিয়েছে। পুরোপুরিভাবে লুট করে নিয়ে গেছে। প্রতিটি ব্যাংক আজকে বিপদগ্রস্ত হয়ে আছে। প্রতিটা ব্যাংকই প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে।
বিএনপি’র সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকী’র ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আযোজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটে (ডিআরইউ) এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ব্যাংক থেকে আওয়ামী লীগের লোকেরা ছাড়া কেউ লোন পায় না। ব্যাংকগুলোর ডায়রেক্টরও ওই আওয়ামী লীগের লোক। ১০ কোটি টাকা লোন নিলে তাদের পাঁচ কোটি টাকা ঘুষ দিতে হয়। আর বাকি পাঁচ কোটি টাকা ফেরত দিতে হয় না। কারণ আওয়ামী লীগের হুকুমে হয়েছে। ওই লোন ফেরত না দিলেও চলবে। এই হলমার্কসহ যতকিছু দেখছেন প্রত্যেকটাতে চরমভাবে লুণ্ঠন চলছে।
তিনি বলেন, বাংলাদেশে একটা বর্গীর মতো অবস্থা। বর্গীরা যখন আসে সব সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়, এই সরকারও সেরকম একটা অবস্থা তৈরি করেছে।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে আমরা একটি ভয়ঙ্কর দুঃসময় অতিক্রম করছি। এত বড় দুঃসময় এদেশে কখনো এসেছে কিনা আমার জানা নাই। এখানে আমরা যারা আছি তারা অনেকেই ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সাথে ছিলাম, আমরা যুদ্ধ করেছি। তখনো এত দুঃসময় ছিল না। তখন আমরা চিনতাম আমাদের শত্রু কে। কাদের সাথে লড়াই করে আমাদের জয়লাভ করতে হবে। তখন আমরা সবাই এক হয়ে গিয়েছিলাম।
তিনি বলেন, আজকে যাদের যুদ্ধে যাওয়ার সময়, সংগ্রাম করার সময়, যারা এই দুঃসময়কে দূর করবে, যারা এই অন্ধকারকে দূর করে আলো নিয়ে আসবে তারা কোথায়? সেই যুবক কোথায়? সেই তরুণ কোথায়? তাদেরতো সমানে আসতে হবে। তাদেরকে রুখে দাঁড়াতে হবে। প্রতিটি সংগ্রামে অবশ্যই তাদের নেতৃত্ব দিতে হবে। আমি অনেক দিন যাবত জোর দিয়ে বলছি এটা ছাড়া কোনো উপায় নাই।
তিনি বলেন, দেশে কেউ নিরাপদ নয়। প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখবেন হত্যা, খুন, যখম, ধর্ষণ, ছিনতাই, দুর্নীতির খবর বের হচ্ছে। এখন নতুন করে বের হচ্ছে ই-কমার্সের লুণ্ঠন। ই-কমার্সে যারা লুণ্ঠন করছে তারা কারা? কাদের আশ্রয়ে তারা লুণ্ঠন করছে? কারা তাদেরকে প্রটেকশনটা দিচ্ছে? দেখবেন এই আওয়ামী লীগের লোকেরাই এর সাথে জড়িত।
আফসার আহমদ সিদ্দিকী’র কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে নিঃসন্দেহে একজন ব্যতিক্রমী রাজনীতিবিদ ছিলেন আফসার উদ্দিন আহমেদ। সম্ভবত তাদের ওই সময়টাই ছিল, যারা রাজনীতি করতেন তারা সমাজ পরিবর্তনের চিন্তা করতেন। এদেশের কৃষক-শ্রমিক-মজুর সেই মানুষগুলো যারা সব সময় নিচের দিকে থাকেন তাদের ভাগ্যের পরিবর্তনের চিন্তা করতেন। কিভাবে তাদের খাওয়া-পরা ও তাদের সন্তানদের লেখাপড়া, স্বাস্থ্য উন্নত করা যায় সেই চিন্তা করতেন। মরহুম আফসার আহমেদ সিদ্দিকী সাহেব সেই সময়কার, সেই ঘরানার একজন রাজনীতিবিদ। আজকাল যেটা সহজে দেখা যায় না। আজকাল রাজনৈতিক চিন্তা ভাবনাটাই বদলে গেছে।
মির্জা ফখরুল বলেন, এখন রাজনীতি হচ্ছে পদ চাই, পদবী চাই আর বাড়ি-গাড়ি চাই। টাকা-পয়সা কিভাবে অর্জন করব সেগুলো দরকার। এ দিয়ে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন আনতে হলে আফসার আহমেদ সিদ্দিকির মতো ত্যাগ স্বীকার করতে হয়। যারা মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজে ত্যাগ স্বীকার করেছেন।
এ সময় তিনি বলেন, যারা ভোগ-বিলাশ করে তারা পরিবর্তন আনতে পারে না। ইতিহাস বলে যারা বিলিয়ে দিতে জানে তাদের হাত ধরেই সমাজের পরিবর্তন আসে।
0 notes
alaminmiatanga · 2 months
Link
বিকাশে কেনাকাটার ক্ষেত্রে আপনার বিকাশে টাকা না থাকলেও লোন নিয়ে কেনা কাটা করতে পারবেন এবং কিস্তিতে টাকা পরিশোধ করতে পারেন-অনেকটা ক্রেডিট কার্ডের মতই সুবিধা–Bkash Pay Later Optionটাকা ছাড়া কেনা কাটা? হ্যাঁ।– অনলাইনে পেমেন্ট করবেন কিন্তু আপনার বিকাশ একাউন্টে ব্যালেন্স না থাকলেও চলবে। সিটি ব্যাংক ও বিকাশ নিয়ে এলো বিকাশ অ্যাপে পে-লেটার অপশন ব্যবহার করেই কিনতে পারবেন। বাংলাদেশে ক্যাশলেস পেমেন্ট দুনিয়ার নতুন দুয়ার খুললো পে-লেটার। এখন আপনার সুবিধামতো দেশজুড়ে ৬ লাখেরও বেশি বিকাশ মার্চেন্ট আউটলেটে পে-লেটার ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।  ৭ দিনের মধ্যে ইন্টারেস্ট ছাড়া সম্পূর্ণ পরিশোধ অথবা ৬টি সহজ মাসিক কিস্তিতে আপনার পেমেন্ট পরিশোধ করতে পারবেন।
0 notes
24x7newsbengal · 2 years
Text
Reserve Bank Of India: গ্রাহকদের কাছ থেকে জোর করে ঋণের টাকা উসুল করতে পারবে না ব্যাংক! নয়া আদেশ জারি RBI-র
Tumblr media
নিউজ ডেস্ক: আপনিও যদি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকেন, তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর। এখন ব্যাঙ্কগুলি কোনও প্রতিকূল পরিস্থিতিতে আপনার কাছ থেকে জোরপূর্বক ঋণ আদায় করতে পারবে না। আসলে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) সমস্ত ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। এই আদেশে লোন রিকভারি এজেন্টদের অভব্য আচরণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাংক ঋণ নেওয়া গ্রাহকদের হুমকি, হয়রানি, ব্যক্তিগত তথ্য অপব্যবহারের ঘটনা বন্ধ করতে বলা হয়েছে।  ঋণের টাকা আদায়ের জন্য গ্রাহকের হেনস্থা করা যাবে না। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারও করা যাবে না। RBI কড়া নির্দেশ দিয়েছে যে, দেশের সমস্ত ব্যাঙ্ক এবার থেকে আর জোরপূর্বক ঋণ আদায় করতে পারবে না। নতুন বিজ্ঞপ্তিতে আরো নির্দেশ দেওয়া হয়েছে যে, ব্যাংকগুলো যেন ঋণগ্রহীতার আত্মীয়স্বজন, এমনকি পরিচিত ব্যক্তিদেরও হয়রানি করা বন্ধ করে। RBI-এর তরফে জারি করা এই নয়া সার্কুলার সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক, সমস্ত নন-ব্যাঙ্ক আর্থিক সংস্থা, সম্পদ পুনর্গঠন সংস্থাগুলি, সর্বভারতীয় আর্থিক প্রতিষ্ঠান এবং সমস্ত প্রাথমিক শহুরে সমবায় ব্যাঙ্কগুলির জন্য প্রযোজ্য। আর এই নির্দেশিকা আসায় গ্রাহকরা যেন একটু হাঁফ ছেড়ে বাঁচলেন। এবার নতুন নির্দেশিকায় RBI স্পষ্টভাবে বলেছে যে ব্যাঙ্ক এবং অন্যান্য NBFC এর মতো সংস্থাগুলির গ্রাহকদের হুমকি দেওয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপত্তিকর বার্তা পাঠানো, পুরোপুরি রূপে বন্ধ করা উচিত। শুধু তাই নয়, এবার থেকে সন্ধ্যা ৭ টা এবং সকাল ৮ টার আগে ব্যাঙ্ক-r তরফ থেকে আর কোনো ফোন যাবেনা গ্রাহক��ের। গ্রাহকদের হয়রানি কমানোর নির্দেশ দেওয়ার পাশপাশি RBI এও জানিয়েছে যে, ব্যাঙ্ক নিজেদের ঋণ পুনরুদ্ধার করার সময় কোনো ব্যক্তিকে শারীরিক বা মৌখিক আঘাত দিতে পারবে না।  আরবিআইয়ের কড়া নির্দেশ, গ্রাহকরাও যদি কোনো অভিযোগ করে সেই এজেন্ট্র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। Read the full article
0 notes
shahideal · 3 years
Text
কাজের খবর: হোম লোনস্টেশন হোন রিজেক্টের জন্য দীর্ঘ সময় এবং ফিক্স অলগিকেশন টু ইনজেক্ট রেশিও অন্তর্ভুক্ত রয়েছে 7 টি কথাবার্তা
কাজের খবর: হোম লোনস্টেশন হোন রিজেক্টের জন্য দীর্ঘ সময় এবং ফিক্স অলগিকেশন টু ইনজেক্ট রেশিও অন্তর্ভুক্ত রয়েছে 7 টি কথাবার্তা
হিন্দি সংবাদ ব্যবসায় হোম লোন অ্যাপ্লিকেশন ভাল সিআইবিআইএল স্কোর; প্রত্যাখ্যানের জন্য সাতটি সাধারণ কারণ বিজ্ঞাপনগুলি কি ঘটন? বিজ্ঞাপন ছাড়া খবরের জন্য ইনস্টল করুন দৈনিক ভাস্ক এপ নতুন দিল্লি29 মিনিট আগে অনুলিপি এখনও হোম লোন ব্যাকস রেট 7% থেকে কম হয়। যেমন বাড়িতে বা প্রপার্টি কেনার জন্য ঠিক সময় থাকতে পারে না। তবে বহু বারের ক্রেডিট (সিবিল স্কুল) বা তার চেয়ে বেশি লোন আপলোড করতে চান কারণ লোন…
Tumblr media
View On WordPress
0 notes
shongjogyou · 1 year
Text
আর্থিক যোগাযোগের সম্ভাবনা সমূহ!
সঠিক আর্থিক যোগাযোগের ফলাফল
গ্রাহকগণ যেমন সঠিক আর্থিক সার্ভিসটি খুঁজে পাবে, অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানগুলো খুঁজে পাবে তাদের কাঙ্ক্ষিত গ্রাহকদের। এতে করে গ্রাহক এবং প্রতিষ্ঠান উভয়ে উপকৃত হবে এবং দীর্ঘমেয়াদে এর ফলস্বরুপ আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রাহকদের মাঝে একটি ভালো সম্পর্ক সৃষ্টি হবে। এছাড়াও দেশের অর্থনীতির সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।  সঠিক সার্ভিস নির্বাচন আর্থিক সার্ভিসের মধ্যকার তুলনা এবং সকল আর্থিক সার্ভিসের বিবরণী অনলাইনে পর্যালোচনা করার মাধ্যমে খুব সহজেই সঠিক আর্থিক সার্ভিস নির্বাচন করার সুযোগ পাবে গ্রাহকগণ। এতে করে আর্থিকভাবে স্বাবলম্বী হবার সম্ভাব্যতা ব্যাপকহারে বৃদ্ধি পাবে। এর বাইরেও আর্থিক প্রতিষ্ঠানের সরবরাহকৃত সকল সার্ভিসের ব্যাপারে এক প্রকার সচেতনতা সৃষ্টি হবে গ্রাহকদের মধ্যে। সঠিক সময়ে সার্ভিস গ্রহন আর্থিক সার্ভিস সঠিক সময়ে না পাওয়াটাও যোগাযোগ বিচ্ছিনতার একোটু মূল কারণ। যথাসময়ে আর্থিক সার্ভিস পেতে অনেকেরই হিমসিম খেতে হয়। তাই বলাই যায় সঠিক সময়ে আর্থিক সার্ভিস পেলে আর্থিক যোগাযোগ ব্যবস্থা আরও বেশি সুদৃঢ় হবে এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা আরও বাড়বে। এছাড়াও সঠিক আর্থিক সার্ভিস পেলে গ্রাহকদের মধ্যে যথাসময়ে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে এছাড়াও উদীয়মান ও নতুন ব্যবসা এবং উদ্যোগসমূহ টিকে থাকবে। এতে করে সবক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন আরও বেশি গতিশীল হবে। অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানগুলো যথাযথ গ্রাহক পাবার মাধ্যমে প্রতিষ্ঠানসমূহের সেবার মান বৃদ্ধি পাবে এতে করে সেরা আর্থিক সেবা প্রদানের একটি প্রতিযোগীতার সৃস্টি হবে যার ফলস্বরুপ গ্রাহক পর্যায় উপকৃত হবে। এছাড়াও আর্থিক সেবার মান উন্নয়নে নতুনত্ব দেখা যাবে এবং আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের চাহিদা সম্পর্কে যথাযথ ধারণা পাবে। ফলে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আরও বেশি ডিজিটালাইজেশন এবং প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করবে। সকল ধরনের আর্থিক সুযোগ সুবিধা সহজ করা এবং আর্থিক সার্ভিস প্রদানকারী ও গ্রাহকদের মধ্যে সঠিক যোগাযোগ মাধ্যম গড়ে তুলার কার্যক্রম নিয়ে অনলাইন প্লাটফর্ম “সংযোগইউ(SHONGJOGyou)”। সংযোগইউ হচ্ছে অনলাইন ই-ফিন্যান্স সার্ভিস প্লাটফর্ম যার মাধ্যমে ঘরে বসেই অনলাইনে ঋণ সহ যে কোন আর্থিক সার্ভিস সম্পর্কিত সকল তথ্য জানা যাবে। আপনার এলাকার সকল আর্থিক সার্ভিসের ব্যাপারে জানতে আজই রেজিস্ট্রেশন করুন আমাদের ওয়েবসাইটে এবং খুঁজে নিন আপনার সক্ষমতা অনুযায়ী উপযুক্ত আর্থিক সার্ভিসটি। যেকোন লোন সম্পর্কিত সকল বিস্তারিত তথ্য পেতে ভিজিট করুন: shongjogyou.com এবং রেজিস্ট্রেশন করুন।
Tumblr media
0 notes