Tumgik
mdaleakgazi · 1 year
Photo
Tumblr media
দিন দিন বাংলাদেশ গরীব হয়ে যাচ্ছে https://www.instagram.com/p/Cpx93fghXkd/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mdaleakgazi · 1 year
Photo
Tumblr media
সীতাকুণ্ড, উখিয়া, এলিফ্যান্ট রোড, সিদ্দিক বাজার মানুষ পুড়ে কয়লা, কনসার্টে তাল মিলিয়ে মানবতার আম্মো বলে "জয় বাংলা"। https://www.instagram.com/p/CpiZCRFvfx2/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mdaleakgazi · 1 year
Photo
Tumblr media
তীব্র নিন্দা জানাই। ভিন্নমতের বই প্রকাশের 'অপরাধে' আদর্শ প্রকাশনকে বইমেলা ২০২৩ এ স্টল প্রদান স্থগিত করেছে বাংলা একাডেমি। বলা হচ্ছে ভিন্নমতের লেখকের বই ছাপার কারনে- স্টল না দেওয়ার জন্য উপর মহলের চাপ আছে। বইগুলো হচ্ছে - ১। গত বইমেলার শেষদিকে আসে #ফরহাদ মাজহারের বই। বইটা নারীবাদ নিয়ে হলেও ফরহাদ মাজহার সম্ভবত সরকারের পছন্দের তালিকায় নাই। ২। এবার আসছে #ফাহাম আব্দুল সালামের বই। প্রবাসী এই লোকের দোষ, উনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মেয়ে জামাই। বিভিন্ন বিষয়ে চিন্তা করার মতো পোস্ট করেন। ৩। #জিয়া হাসানের বই আছে, অনর্থনীতির বিভ্রাম লিখে এই তরুন মেধাবী অর্থনীতিবিদ বিভিন্ন সুত্রের ডেটা যুক্ত করে নিজস্ব একটা ধারা তৈরী করেছেন। তারমতো অর্থনৈতিক জ্ঞান আমাদের দেশের উন্নয়ন অর্থনীতিবিদদের নাই। উনিও প্রবাসী। ৪। #ফায়েজ আহমেদ তৈয়বের বইও আছে। প্রবাসী ফায়েজের লেখার হোমওয়ার্ক খুবই তথ্যবহুল। তিনি মূলত বিভিন্ন পলিসি নিয়ে লেখেন। পলিসি গুলোর ভালোদিক খারাপদিক, কি হলে ভালো হয় তা তার মূল বক্তব্য। সেখানে পানি, বর্জ্য, বিদ্যুৎ বিভিন্ন ব্যবস্থাপনা ও পলিসি তার মূল বিষয়। #গৃহপালিত_লেখক_প্রকাশক_সমিতি https://www.instagram.com/p/Cnk8I6ThE9d/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mdaleakgazi · 1 year
Photo
Tumblr media
নিত্যপ্রয়োজনীয় পণ্যের এলসিও বন্ধ ভোগ্যপণ্য সঙ্কটের পাশাপাশি দাম আরো বাড়ার শঙ্কা দৈনিক ইনকিলাব https://www.instagram.com/p/Cl10U_vhIyl/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mdaleakgazi · 2 years
Photo
Tumblr media
আগামী ৫ই নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশের ১০ দিন আগেই বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। আগামী ৩রা নভেম্বরের মধ্যে তাদের দাবী অনুযায়ী মহাসড়ক থেকে থ্রি-হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধ না হলে ৪ঠা নভেম্বর ও ৫ই নভেম্বর বরিশাল বিভাগ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে। এছাড়া বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দরাও একই দাবীতে ওই দু’দিন কর্মবিরতীর ঘোষণা দিয়েছে। বাস-মিনিবাস লঞ্চ বন্ধ রাখার ক্ষেত্রে দুই মালিক সমিতি নানা যুক্তি দিলেও তারা যে আসলে প্যাথলজিকাল লায়ার মাউজ বু’র নির্দেশে বিএনপির বরিশাল বিভাগীয় মহা-সমাবেশে লোক সমাগম ঠেকাতেই এগুলো করছে তা সকলের কাছে স্পষ্ট। কথিত ধর্মঘটের নাটক সাজিয়ে বরিশালের বিভাগীয় মহা-সমাবেশে সাধারণ জনগণের উপস্থিতি ঠেকানো যাবে না এ কথাটা প্যাথলজিকাল লায়ার মাউজ বু’র বোঝা উচিৎ। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুরের মতোই বিএনপির নেতা-কর্মী ও গণতন্ত্রকামী জনগণ সব বাধা উপেক্ষা করে যথাসময়ে নগরীর বেলর্স পার্ক ময়দানের মহা-সমাবেশ স্থলে উপস্থিত হবে। প্রয়োজনে নদী সাঁতরে দক্ষিণাঞ্চলের মানুষ সমাবেশে যোগদান করবে। https://www.instagram.com/p/CkY04t8B035/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mdaleakgazi · 2 years
Photo
Tumblr media
বাংলাদেশ সরকারের বানিজ‍্য মন্ত্রনালয় ডিসেম্বর থেকে পাম অয়েল বিক্রি নিষিদ্ধ করছে। খোলা তেলও বেচতে দেবে না আগামী ৩১ ডিসেম্বর থেকে। কেন? খোলা তেলের দাম কম। এটা বেচা যাবে না কেন? ভেজাল? সেটা নিরোধের জন‍্য পরীক্ষা করলেই হয়। সব পৌরসভা ও সিটি কর্পোরেশনের ভেজাল নিরোধ এর ম‍্যান্ডেট আছে। দেশে নিরাপদ খাদ‍্য কর্তৃপক্ষও আছে। তাহলে? বিষয়টা হলো এই দেশের সয়াবীন তেলের বাজার রূপচাঁদার দখলে। এটার (বাংলাদেশ এডিব্যল ওয়েল লিমিটেডের) সিংহভাগ মালিক ভারতের আদানি গ্রুপ ও সিংগাপুরের উইলমার ইন্টারন‍্যাশনাল। "আদানি"র ব‍্যবসা একচেট��য়া করতে সবাইকে বোতলের সয়াবীন তেল খেতে বাধ‍্য করা হচ্ছে। এই সিদ্ধান্তের বাস্তবায়নের সাথে সাথে বাজারে তেলের ঘাটতি রাতারাতি পূরণ করবে আদানি উইলমার।দেশি প্রতিষ্ঠানগুলির এই সক্ষমতা নাই কারন আদানীর পাঁচশর কাছাকাছি প্রসেসিং প্ল‍্যান্ট আছে। সকল উদ্বৃত্ত তেল চলে আসবে বাংলাদেশে। ভারতে আদানীর সাথে শেখ হাসিনার বৈঠকের ফলাফলের একটা হলো পাম অয়েল ও খোলা তেল নিষিদ্ধকরণ। উইলমার হলো পাম অয়েলের বিশাল উৎপাদক। এরা কেন পাম অয়েল বন্ধ চায়? কারণ এরা বিদেশে পাম অয়েল রিফাইন করে সয়াবীন ডিক্লেয়ার করে বাংলাদেশে পাঠাবে। রিফাইন্ড অয়েলে পাম তেলকে সয়াবীনের কাছাকাছি নিয়ে আসা কঠিন কিছু না। তাতে সস্তা তেল তারা বোতলে ভরে বেশি দামে বেচবে। তেলের বাজার চলে যাবে মনোপলির মতো আদানির কাছে। তারা মনের মতো দাম বাড়াবে কমাবে। মনোপলি ব্যবসার ক্ষেত্র এভাবেই তৈরী হয়। https://www.instagram.com/p/Cj5r6miBvo-/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mdaleakgazi · 2 years
Photo
Tumblr media
১. "বই বিশ্বাসের অঙ্গ, বই মানব সমাজকে টিকিয়ে রাখবার জন্য জ্ঞান দান করে । অতএব, বই হল সভ্যতার রক্ষাকবচ ।" - ভিক্টর হুগো (বিখ্যাত ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকারকর্মী) ২. "ভালো বইয়ের সাহচর্য আছে এমন কোন মানুষকে বন্ধুহীন বলা যায় না ।" - এলিজাবেথ ব্যারেট (ভিক্টোরিয় যুগের বিখ্যাত ইংরেজ কবি) ৩. "আপনি একবার পড়তে শিখলে, আপনি চিরতরে মুক্ত হবেন ।" - ফ্রেডরিক ডগলাস (আমেরিকার বিখ্যাত সমাজকর্মী, মানবাধিকারকর্মী ও লেখক) ৪. "যারা সাধারণের ঊর্ধ্বে উঠতে চায় তাদের জন্য পড়া অপরিহার্য ।" - জিম রোহন (আমেরিকান উদ্যোক্তা, লেখক ও প্রেরণাদায়ক বক্তা) ৫. "ভালো খাদ্য বস্তু পেট ভর্তি করে, কিন্ত ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে ।" – স্পিনোজা (সপ্তদশ শতকের বিখ্যাত ইউরোপীয় দার্শনিক) ৬. "ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা ।" - দেকার্তে (বিখ্যাত ফরাসি দার্শনিক গণিতবিদ ও বৈজ্ঞানিক) ৭. "পড়ার অভ্যাস অর্জন করা মানে জীবনের প্রায় সমস্ত দুঃখ-কষ্ট থেকে নিজের জন্য আশ্রয় তৈরি করা ।" - ডব্লিউ সমারসেট (বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক, নাট্যকার এবং ছোটগল্প লেখক) ৮. "আপনি যতো বেশী পড়বেন, ততো বেশি জিনিস আপনি জানতে পারবেন । আপনি যতো বেশি শিখবেন, ততো বেশী জায়গায় যাবেন ।" - ডাঃ সেউস (আমেরিকার বিখ্যাত শিশুসাহিত্যিক) ৯. "আপনাকে মনে রাখতে হবে যে, একটি বই পড়ার সময় অপরাধ করা অসম্ভব ।" - জন ওয়াটার্স (আমেরিকার বিখ্যাত চলচ্চিত্রকার, লেখক ও শিল্পী) ১০. "শুধুমাত্র পাঠকদের একটি প্রজন্ম লেখকদের একটি প্রজন্মের জন্ম দেবে ।" - স্টিভেন স্পিলবার্গ (আমেরিকার বিখ্যাত চলচ্চিত্রকার) ১১. "পড়ুন । পড়ুন । পড়ুন । শুধু এক ধরনের বই পড়বেন না । বিভিন্ন লেখকের বিভিন্ন বই পড়ুন, যাতে আপনি বিভিন্ন শৈলীর বিকাশ করেন ।" – আর এল স্টাইন (আমেরিকার বিখ্যাত ঔপন্যাসিক এবং ছোটগল্পকার) ১২. "বই হল সবচেয়ে শান্ত এবং সবচেয়ে ধ্রুবক বন্ধু; তারা পরামর্শ দাতাদের মধ্যে সবচেয়ে সহজলভ্য এবং জ্ঞানী এবং শিক্ষকদের মধ্যে সবচেয়ে ধৈর্যশীল ।" - চার্লস ডব্লিউ এলিয়ট (বিখ্যাত আমেরিকান লেখক) ১৩. "পৃথিবী তাদেরই যারা পড়ে ।" - রিক হল্যান্ড (বিখ্যাত ইংরেজ কবি ও শিল্পী) ১৪. "বই পড়তে যে ভালোবাসে, তার শত্রু কম ।" - চার্লস ল্যাম্ব (অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত ইংরেজ সাহিত্যিক) ১৫. "আইনের মৃত্যু হয়, কিন্তু বইয়ের মৃত্যু হয় না ।" - এনড্রিউ ল্যাঙ (স্কটিস কবি, ঔপন্যাসিক ও সাহিত্য সমালোচক) ১৬. "যে বই পড়ে না, তার মধ্যে মর্যাদাবোধ জন্ম নেয় না ।" - পিয়ারসন স্মিথ (বিখ্যাত আমেরিকান কবি ও সঙ্গীতজ্ঞ) ১৭. "বইয়ের মত এত বিশ্বস https://www.instagram.com/p/Cjha6uVBSrK/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mdaleakgazi · 2 years
Photo
Tumblr media
** কেমন হবে বিচার দিবস ? ১) সেদিন সকলে একত্রিত হবে। (সূরা আন-আম ২২) ২) দুনিয়ার জমিন হবে রুটির ন্যয়। (মিশকাত ৫২৯৮) ৩) মানুষ নগ্নপদ, নগ্নদেহ ও খতনাবিহীন সমবেত হবে।। (বুখারী--মুসলিম) ৪) কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না। (মিশকাত ৫৩০২) ৫) প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে। (বুখারী ৪৭৪১) ৬) ঐ দিন মানুষ ঘর্মাক্ত হবে, এমন কি ঘাম তাদের কান পর্যন্ত পৌঁছাবে। (বুখারী) ৭) সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে। (বুখারী--মুসলিম) ৮) দুনিয়াতে যারা আল্লাহর জন্য সিজদাহ্ করে নাই কিংবা লোক দেখানোর জন্য সিজদাহ্ করেছে তারা সেদিন আল্লাহকে সিজদাহ্ দিতে পারবে না। (সূরা কালাম ৪২-৪৩) ৯) মুমিনদের হিসাব হবে মুখো মুখি। (মিশকাত) ১০) যার হিসাব পুংখানুপুংখ যাচাই করা হবে সে ধ্বংস হবে। (মিশকাত ৫৩১৫) ১১) ঐ দিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে। (সূরা ইয়াসিন ৬৫) ১২) হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে (সূরা নূর ২৪) ১৩) সে দিনের সময়সীমা হলো ৫০ হাজার বছরের সমান। (মুসলিম--মিশকাত ১৭৭৩) ১৪) তবে ঐ দিন মুমিনদের জন্য একটি ফরজ সালাত আদায়ের সময়ের ন্যায় মনে হবে। (বাইহাকি--মিশকাত ৫৫৬৩) আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক এবং পরিপূর্ণ ঈমান ও আমল নিয়ে আপনার সামনে কাছে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।🤲 https://www.instagram.com/p/CjbWp8tBqNs/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mdaleakgazi · 2 years
Photo
Tumblr media
একদম বাস্তব কথা https://www.instagram.com/p/CjNIlKBhpaF/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mdaleakgazi · 2 years
Photo
Tumblr media
ইতিহাসের পাতা থেকে - লর্ড ক্লাইভের আত্মহত্যা ---------------------------------------------------- দেশের রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপের এক নতুন অধ্যায় রচিত হয় পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে। আর এই যাত্রার শুরু লর্ড ক্লাইভের হাত ধরে। তার পুরো নাম রবার্ট ক্লাইভ। জন্ম ২৯ সেপ্টেম্বর ১৭২৫ সালে ইংল্যান্ডের সাধারণ পরিবারের সন্তান ক্লাইভ সামান্য কেরানি হিসেবে ১৭৪৪ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যোগ দেন এবং একই বছরে কোম্পানির ব্যবসার কাজে ভারতে আগমন করেন। ভারতে কিছু দিন চাকরির পর তিনি নিজ দেশে ফিরে যান এবং সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশ নেন। দ্বিতীয়বার তিনি ব্রিটিশ সরকারের পক্ষে ডেপুটি গভর্নর হিসেবে ভারতে আসেন ১৭৫৬ সালে। এই যাত্রায় ভারতে এসেই তিনি ভারতবর্ষ তথা বাংলা বিহার উড়িষ্যায় ব্রিটিশ আধিপত্য বিস্তারে কূটকৌশল চালাতে থাকেন। এরই ধারাবাহিকতায় পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতকতা করে মীর জাফর এবং তার মিত্ররা। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু এবং মীর জাফরের ক্ষমতাগ্রহণের ঘটনা ঘটলেও প্রকৃতপক্ষে অস্তমিত হয় বাংলার স্বাধীনতার সূর্য। আর উত্থান ঘটে লর্ড ক্লাইভ তথা ব্রিটিশ সাম্রাজ্যের। পলাশীর যুদ্ধের ১০ বছর পর ১৭৬৭ সালে ক্লাইভ ইংল্যান্ড ফিরে যান। কিন্তু ভারতে রেখে যান ঘুষ, দুর্নীতি, সম্পদ আত্মসাত, প্রাসাদ ষড়যন্ত্র, দুর্বৃত্তায়ন আর অপরাজনীতির এক জঘন্য ইতিহাস। তার দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে যে ১৭৭২ সালে ইংল্যান্ডের পার্লামেন্ট তার দুর্নীতির তদন্ত শুরু করতে বাধ্য হয়। এতে করে একে একে তার দুর্নীতির তথ্য বেরুতে থাকে। আত্মসম্মানের কথা বিবেচনা করে তিনি সব সম্পদের বিনিময়ে তদন্ত বন্ধ তথা তার সম্মান রক্ষার করুণ আর্তনাদ জানান। তবুও চলতে থাকে তদন্ত এতে অপমানের জ্বালা সহ্য করতে না পেলে ১৭৭৪ সালের ২২ নভেম্বর আত্মহত্যার পথ বেছে নেন। আত্মহত্যার জন্য তিনি নিজের শরীরে ছুরি চালান বা নিজেই নিজের গলায় ছুরি ঢুকিয়ে দেন বলে প্রচলিত আছে। তবে সম্মান রক্ষার্থে কেউ কেউ প্রচার করেন অতিরিক্ত আফিম বা মাদক গ্রহণ অথবা হৃদরোগে তার মৃত্যু হয়। তবে মরেও বেঁচে আছে লর্ড ক্লাইভ এক ঘৃণিত বিদেশি প্রভুর আদলে। তথ্যসূত্রঃ শিক্ষাবার্তা' ২২ নভেম্বর ২০১৩ মেসবা খান https://www.instagram.com/p/CjLc0tIhobg/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mdaleakgazi · 2 years
Photo
Tumblr media
0 notes
mdaleakgazi · 2 years
Photo
Tumblr media
গত কিছুদিন ধরে খেয়াল করছি, ‘যৌনকর্মীর ছেলে’ গালিটা বেশ চর্চিত হচ্ছে বন্ধুমহলে। একজন আরেকজনকে ‘যৌনকর্মীর ছেলে’ বলে খুশিতে লুটিয়ে পড়ছে। প্রথমে ব্যাপারটা বুঝে উঠতে পারছিলামনা, এটা কি ধরণের ফাজলামি হতে পারে! এক বন্ধু আরেক বন্ধুর মাকে সরাসরি ‘পতি*তা’ বলছে কিন্তু সেই অর্থে কারো তেমন প্রতিবাদ নেই। ভাবটা যেনো এমন, নিজের মা চুলোয় যাক ‘ট্রেন্ডের সাথে চলছি’ এটাই তো আসল। যাই হোক, একটু আগে মারজুক রাসেলের ফেসবুক পেজের একটা পোস্টে বাক্যটির ব্যবহার দেখে বুঝতে পারলাম, আসলেই ‘যৌনকর্মীর ছেলে’ কথাটার উৎপত্তি কোথায়। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নতুন ট্রেন্ড এই ‘যৌনকর্মীর ছেলে’গালি। যেহেতু এই নাটকের বেশিরভাগ দর্শক উঠতি বয়সের ছেলেমেয়ে, তাই স্বভাবগতভাবেই জমজমাট এই গালির ব্যবহার এখন সর্বত্র এবং সর্বজন স্বীকৃত। একবার ভাবুন তো, একটা নাটক গোটা এক প্রজন্মকে শেখাচ্ছে, কিভাবে অন্যের জন্মদাতা মাকে সহজভাবে বে*শ্যা বা পতিতা বলে গালি দিতে হয়। শুধু কি তাই? ফেসবুকে এসে সেই নাটকের প্রমোশনাল পোস্টের ক্যাপশনে লেখা, এএএএএ ‘যৌনকর্মীর ছেলে’...! পোস্টদাতা এই নাটকেরই অন্যতম চরিত্র পাশা নামে খ্যাত মারজুক রাসেল। তিনিই মূলত এই গালির জনক। মা কেন্দ্রিক গালিতে বরাবরই মুন্সিয়ানার পরিচয় দিয়েছে এই টোকাই রাসেল। একটা সময় নিজের ফেসবুকের ওয়ালই ছিলো তার ‘মা’ চর্চার একমাত্র হাতিয়ার, বর্তমানে ব্যাচেলর পয়েন্ট নাটকের সুবাদে সেই ব্যাপ্তি বেড়েছে কয়েকগুন। ব্যাচেলর পয়েন্ট নাটকটি ঘিরে এমন অভিযোগ নতুন কিছু নয়, গত কয়েক মাসে বেশ কিছু বিতর্কিত কারণে অনেকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই নাটক। তবে নাটকের নির্মাতারা এসবের থোরাই কেয়ার করে। দিন যত গড়িয়েছে নোংড়ামি আর ভাড়ামোতে প্রত্যেকবার নিজেকে ছাড়িয়ে গেছে এই নাটকের পরিচালক কাজল আরেফিন অমি। সর্বশেষ ‘যৌনকর্মীর ছেলে’ গালির মাধ্যমে আবারো নিজেদের জাত চেনালো অমি, মারজুক রাসেল, শুভ, জিয়াউল হক পলাশ গ্যাংরা। সংশ্লিষ্টদের কাছে অনুরোধ, নতুন প্রজন্মকে এদের হাত থেকে বাঁচান! ©collected https://www.instagram.com/p/Ci8ZF_NBB8Y/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mdaleakgazi · 2 years
Photo
Tumblr media
হজম করার ক্ষমতা থাকলেও সবসময় সবকিছু মুখ বুজে হজম করতে নেই। যারা দিনের পর দিন হাজারো কথা শুনিয়ে যায় মাঝেমধ্যে সময়মতো তাদে���কেও দু'চারটা উত্তর দিতে হয়। ভুলে যাবার ক্ষমতা থাকলেও সবসময় সবকিছু ভুলে যেতে নেই। যারা অপমান করেছিলো, সবার সামনে মজা উড়িয়েছিল তাদেরকে মনে রেখে তাদের থেকে দূরত্ব তৈরি করতে জানতে হয়। সবার সাথে ন্যায় করতে গিয়ে বারবার নিজের সাথে অন্যায় করতে নেই। গোটা পৃথিবীর সবাই যে যার ভালোর চিন্তা করে তাই অযথা অন্যের চিন্তা করে নিজের ভালো থাকাটা নষ্ট করতে নেই। চারপাশের সবাই তোমায় কষ্ট দেয়ার জন্য মুখিয়ে আছে, তাই নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেই নিতে শেখো। অন্যের ভরসায় চললে জীবনে আর ভালো থাকা লাগবে না মনে রেখো। মানবাধিকার লঙ্ঘন বিরোধী মত দমন ও সাধারণ মানুষকে গুম খুনের কারনে আওয়ামী লীগের কয়েক জনের নামে আন্তর্জাতিক আদালতে মামলা হবে শেখ হাসিনা সহ ইনশাআল্লাহ। #গুম #খুন #স্বজনহারা #কান্না #ব়্যাব #পুলিশ #সেনাবাহিনী #বিজিবি #বিডিআর #আর্মি #ডিবি #ডিসবি #গোয়েন্দা #সংস্থা #আওয়ামীলীগ #ছাএলীগ #যুবলীগ #স্বৈরাচার #দুর্ণীতি #শেখহাসিনার #লুটপাট #টাকা #পাচার #টাকাপাচার #চাঁদাবাজ #গুন্ডামি #মাস্তানি #বাংলাদেশ #ঢাকা #শেষ #সংগ্রাম #shesssngraam #শেষসংগ্রাম অবৈধ হাসিনা সরকারের দুর্নীতির উন্নয়নে দেশের ও দেশের মানুষের অবস্থা খুবই খারাপ। #আওয়ামীলীগ #যুবলীগ #ছাত্রলীগ #দুর্ণীতিবাজ #ঢাকা #বাংলাদেশ #শেষ #সংগ্রাম #shesssngraam #শেখহাসিনার #শেষসংগ্রাম #জঙ্গীলীগ #ধর্ষণলীগ #shesssngraam #জঙ্গীলীগ #লুটপাট #বাংলাদেশ #দুর্ণীতি #দুর্ণীতি #শেডিং #লোড #লোডশেডিং #ডিজিটাল #বিদ্যুৎ #চোর #বাটপার #আজকের #সেরা #ছবি #সুন্দর #bestchallenge #photographychallenge #BestPhotographyChallenge #moodchallengemoodchallenge #BestPhotographyChallenge #moodchallengemoodchallenge #photochallenge2022Today https://www.instagram.com/p/Ci8K2NIBpeF/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mdaleakgazi · 2 years
Photo
Tumblr media
ফেন্সিডিলসহ নারী আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার https://www.instagram.com/p/Ci47tugBe9D/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mdaleakgazi · 2 years
Photo
Tumblr media
টাংগাইলের #আ_লীগ নেত্রী #ফেনসিডিল সহ #গ্রেফতার। https://www.instagram.com/p/Ci3zaxOhWSt/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mdaleakgazi · 2 years
Photo
Tumblr media
🔹অজগরটি সেই কোবরাটাকে মোড়িয়ে পেঁচিয়ে দিল এক মেট্রিক টন চাপ। আর কোবরা উপায়ান্তর না দেখে দিল লাগিয়ে বিষাক্ত ছোবল। ▸ চাপের চোটে প্রাণ গেল কোবরার এবং অজগর মারা গেল বিষক্রিয়ায়। ▸ গেল তো গেল; কেউ কারো বদলা নিতে পারল না। কেউ কারো প্রতিশোধ নিতে পারল না সকলেই পরাস্ত হলো। ⛬ মোরালিটি: সাপ দুটো একই ঘরানার, একই বন্ধনের এবং একই ধর্মের। দ্বন্দ্ব তো লাগলো তবে মন্দ ছাড়া ভালোর কোন ফলাফল দিয়েছে এটি (!)? এভাবে বন্ধু-বান্ধব, প্রিয়জন,ভাই-ব্রাদার ও পাড়া-পড়শীর মাঝে কোন দ্বন্দ্ব-বিভেদ হলে আপনা-আপনি ক্ষতিগ্রস্ত হয়, কেউ কারো প্রতিশোধ নিতে পারে না। প্রত্যেকেই নিষ্ফল ও দুর্দশাগ্রস্থ হয়ে যায়। Collect https://www.instagram.com/p/Ci27RMvho07/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mdaleakgazi · 2 years
Photo
Tumblr media
মানুষের জীবনের চাওয়া পাওয়াঃ- ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ ❐ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন। ❐ ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন। ❐ পুলিশ চায় আপনি বেআইনী কাজ করেন। ❐ ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়্যারিং জ্বলে যাক। ❐ বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন। ❐ মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক। ❐ ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋনগ্রস্থ হোন। ❐ প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক। 🎇৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। ১| নদীর পাড়ের বাড়ি ২। ব্রেক ছাড়া গাড়ি ৩। ঘর ছাড়া নারী। 🎇তিনটি জিনিস একবার আসেঃ (১) মাতা-পিতা (২) সৌন্দর্য্য (৩) যৌবন। তিনটি জিনিস 🎇ফিরিয়ে আনা যায়নাঃ (১) বন্দুকের গুলি (২) কথা (৩) রূহ। 🎇তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ (১)সু-সন্তান (২)ভাল কাজ (৩) ইলম। 🎇তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ (১)চুরি (২)চোগলখুরী (৩)মিথ্যা। 🎇তিনটি জিনিস জীবনে রাখতে নেইঃ (১)হিংসা (২)অভাব (৩)সন্দেহ। 🎇তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা উচিতঃ (১) উপদেশ (২) উপকার (৩) মৃত্যু। 🎇তিনটি জিনিস কে আয়ত্বে রাখা উচিতঃ (১) রাগ (২) জিহবা (৩) মন। 🎇তিনটি জিনিস অভ্যাস করা উচিতঃ (১) সততা (২) ভক্তি (৩) ভালোবাসা 🎇তিনটি জিনিস থেকে দূরে থাকা উচিতঃ (১) মিথ্যা (২) অহংকার (৩) অভিশাপ। 🎇তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিতঃ (১) কলম (২) কথা (৩) কদম নুপুরের দাম হাজার টাকা,, কিন্তু তার স্থান পায়েই হয়,, টিপের দাম এক টাকা হলেও ,, তার স্থান কপালে। "যে নুনের মতো তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু"। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি,, আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়েনি। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় ,, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না,, আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশী। এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,, আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, পানি মেশাননি তো?",, আর মদে নিজেরাই পানি মিশিয়ে খাই। আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম,,, যে -"তাকে জানোয়ার বললে ক্ষেপে যায়,, কিন্তু সিংহ বললে খুব খুশি হয় !! 🤔মানুষ বড়ই আজব প্রানী🤔 =================={{পোস্ট - সংগৃহীত}}===== https://www.instagram.com/p/CivbOYphZvh/?igshid=NGJjMDIxMWI=
0 notes