Tumgik
#baisishtha
Text
Bishyamitra Dhyan Guha Tour 2018 | বিশ্বামিত্র মুনির ধ‍্যন গুহা ভ্রমণ | Innovative Travels Blog
………………………………………………………….
আজ 22 শে জুন 2018
আজ সকালে গুয়াহাটি পলটন বাজার হোটেল থেকে বের হয়েছি বৈশিষ্ট্য মুনির আশ্রম ঘুরে দেখার উদ্দেশ্যে। পল্টন বাজার থেকে বাসে করে বৈশিষ্ট্য মুনির আশ্রম পর্যন্ত এসে বৈশিষ্ট্যাশ্রম পুরোপুরি ঘুরে দেখা হলো। এবার এখান থেকেই বিশ্বামিত্র মুনির ধ‍্যন গুহা দর্শন করতে যাব। বৈশিষ্ট্য মুনির আশ্রম যে পাহাড়ের নিচে অবস্থিত সে পাহাড়ের পাশ দিয়ে আরো তিন কিলোমিটার গহিন অরণ্যে গেলে বিশ্বামিত্র মুনির ধ‍্যন গুহা দর্শন মিলবে। চলুন তাহলে আমরা বিশ্বমিত্র মুনির ধ‍্যন গুহা দর্শন করে আসি।
একুশে জুন মানে গতকাল কামাক্ষা দর্শন, কোটি লিঙ্গ দর্শন, শ্রী গণেশ মন্দির, ব্রহ্মপুত্র দর্শন, ভূতনাথ মুক্তি ধাম দর্শন, উমা নন্দ দেবালয় ভ্রমণ করেই যথেষ্ট ব্যথা অনুভব করছি পায়ে। সারারাত সেবা-শুশ্রূষা করে নিজেকে প্রস্তুত করেছি আজকে বৈশিষ্ট্য মুনির আশ্রম এবং বিশ্বামিত্রের ধ্যান গুহা দর্শন করার জন্য।
Tumblr media
নীলাচল পাহাড় তথা কামরূপ কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা চলছে। এই অম্বুবাচী মেলা ২১শে জুন থেকে ২৫শে জুন পর্যন্ত চলবে। আজ মেলার দ্বিতীয় দিন। মেলা উপলক্ষে সারা গোয়াহাটি জুড়ে আনন্দের আমেজ বইছে। কামাখ্যা জংশন গুয়াহাটি জংশন ও সারা নীলাচল পাহাড় এবং গোয়াহাটি জুড়েই মানুষের ঢল। সারা ভারত বর্ষ থেকে লোকজন আসেন এইখানে অম্বুবাচী মেলা উপলক্ষে মাকে দর্শন করতে। এই অম্বুবাচী টা কি ? অম্বুবাচী টা হল একজন নারীর মাসিক/পিড়িয়ট  যে চক্রটি হয় তিন থেকে চার দিন বা পাঁচদিনও হতে পারে। মায়ের এই সময়টাকেই অম্বুবাচী বলে মনে হয়। তিথি নক্ষত্র অনুযায়ী এই দিনটি ধার্য করা হয়ে থাকে। মেলা উপলক্ষে জমজমাট থাকে গুয়াহাটি ও আসাম। আমিও মেলা উপলক্ষে ভ্রমণ করতে এসেছি বা আশেপাশের মন্দির গুলোকে দর্শন করতে এসছি।
আসুন এবার বিশ্বামিত্র মুনির খান গুহা ঘুরে আসি। বৈশিষ্ট্য মুনির আশ্রম থেকে হাঁটা শুরু করেছি প্রায় 20 থেকে 30 মিনিট হতে চলল। এর মধ্যেই উঁচু-নিচু পাহাড়, ছড়া, ঝর্না এসব উপভোগ করতে করতে মনোরম পরিবেশে হাঁটছি। গহীন অরণ্যে হারিয়ে যেতে ইচ্ছে করে যদি কেউ বাধা না দেয়। সাথে ছিল পিন্টু মামা আরও ৫ জন। পথে আরো মানুষজন আছে সাধু-সন্ন্যাসীরাও আছেন। কেউ কেউ পথের মাঝে বসে সেবা নিচ্ছেন, উনান জ্বালিয়ে চা পান করছেন। আবার কেউ মনের আনন্দে বাজনা বাজিয়ে বাবা ভোলানাথের গান করছেন, আবার কেউ কেউ মা কামাখ্যার জয় গান করছেন। সত্যি মন শান্তির একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সারা গোয়াহাটি জুড়ে। বিশ্বামিত্র মুনির ধ‍্যন গুহা যে পাহাড়ে অবস্থিত সেই পাহাড়ের নিচে কিছু দোকানপাট বসেছে মেলা উপলক্ষে। কিছুক্ষণের জন্য চা পানের বিরতি নিলাম এখানে। সত্যিই হাপিয়ে উঠেছি ভাই আর আর পারছিনা।
চা পানের বিরতির পর আবার গুহার উদ্দেশে রওনা দিলাম। উপরের দিকে উঠেই চলেছি, ২০ থেকে ২৫ মিনিটের মত ওপরের দিকে উঠেছি। তারপর মানুষ জনের লাইন শুরু হয়েছে। ধ্যান গুহায় ঢুকার রাস্তাটা খুবই সরু একটা পাথরের মাঝখান দিয়ে কোন ভাবে একজন যাতায়াত করতে পারে। অপেক্ষা করতে থাকলাম। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন লোকজন যাওয়া আসার রাস্তা টা কিরকম।
অবশেষে ভেতরে ঢোকার সুযোগ আসলো। চলুন আমার সাথে আপনারাও দেখবেন।
বিশ্বামিত্র মুনির ধ‍্যন আসন দর্শন করে পাহাড় থেকে নামতে শুরু করেছি। পথে পথে মানুষজন যাতায়াত করছে কেউ কেউ বসে বিশ্রাম নিচ্ছেন আবার কেউ উনান জ্বালিয়ে চা পান করছেন সেবা নিচ্ছেন। সারা পৃথিবী থেকে হিন্দু অবলম্বী যারা আছেন যারা বিশ্বামিত্র মুনি সম্বন্ধে জানেন তারা অবশ্যই একবার হলেও ধ্যান গুহা দর্শন করে যাবেন।  আমার এই ‘বিশ্বামিত্র মুনির ধ্যান গুহা ভ্রমণ’ ব্লগটি যারা পড়ছেন তারা অবশ্যই ভিডিওটি দেখে নিবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ভ্রমণ করতে। মাঝ পথে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে
  পাহাড়ের নিচে চলে আসলাম যেখানে দোকানপাট বসেছে ওখানে বসে কোমল পানীয় আনারস আরো অনেক কিছু খেয়ে বিশ্রাম নিয়ে আবার রওনা দিয়েছি। দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় হয় অবস্থা। বিশ্বামিত্র মুনির ধ‍্যন গুহা থেকে ফেরার পথে আবারো বৈশিষ্ট্য মুনির আশ্রম ঘুরে জংশন এসে পৌঁছলাম। বৈশিষ্ট্য মুনির আশ্রম এর নিচে বাস জংশন থেকে বাসে উঠে সরাসরি পল্টন বাজার এসে আবার নামলাম। সত্যিই অসাধারণ লেগেছে আমার এই জার্নিটা। সুযোগ পেলে আবারও আসবো। আপনারাও ইচ্ছে করলে বৈশিষ্ট্য মুনির আশ্রম ও বিশ্বামিত্র মুনির ধ‍্যন গুহা দর্শন করে যেতে পারেন।
Tumblr media
দুই তিন দিন সময় নিয়ে বেরিয়ে পড়ুন। গোয়াহাটি আসার জন্য বাস ট্রেন বিমান সব ব্যবস্থা আছে। গোয়াহাটি জংশনে এসে জংশন এর পাশেই অবস্থিত পল্টন বাজার থেকে হোটেল বুক করে নিবেন, অনলাইনে ও বুক করতে পারেন বা আমাকে ফোন করতে পারেন। এরপর আপনি আপনার ইচ্ছা মত যেখানে ইচ্ছে আপনি ঘুরতে যেতে পারেন। গুয়াহাটির আশপাশ ঘোরা হয়ে গেলে এবার আপনি আসাম, মেঘালয়, নাগাল্যান্ড ঘুরতে যেতে পারেন।  আমার সাহায্য চাইলে আমার ইমেইল আইডি বা মোবাইল ফোনেও যোগাযোগ করতে পারেন। অথবা এই ব্লগের নিচে আমার ই-মেইল নম্বর ফোন নম্বর দেওয়া আছে আপনি ওখান থেকেও কালেক্ট করতে পারেন।
Tumblr media
ধন্যবাদ
………………………
গুয়াহাটি শহরে আপনি কোথায় কোথায় ঘুরবেন ?
কামরূপ কামাখ্যা দেবালয়
কোটি লিঙ্গ
দ্বারপাল গনেশ টেম্পেল
সিদ্ধি গনেশ টেম্পল
ভূতনাথ মুক্তিধাম
উমানন্দ দেবালয়
বৈশিষ্ট্য আশ্রম দেবালয়
বিশ্বামিত্র মুনি ধ‍্যন গুহা
গোয়াহাটি শহর
আরো অনেক আছে যা আমার এখনো যাওয়া হয়নি ভবিষ্যতে যদি যাই অবশ্যই আমি আমার ব্লগে লিখব ধন্যবাদ। পাশে থাকবেন ভালবাসবেন আস্তে আস্তে সব গুলো ভ্রমণ সম্বন্ধে আমি আমার ব্লগে লিখব।
শুভেচ্ছা আমার পরবর্তী ব্লগের জন্য । আজকে আমার বড় ছেলে স্বর্ণদ্বীপ মল্লিক সায়ন’র শুভ জন্মদিন। আজকের এই লেখাটি ‘বিশ্বামিত্র মুনি ধ‍্যন গুহা ভ্রমণ’ আমার ছেলের নামে উৎসর্গ করলাম।
………………………………
  Bishyamitra Dhyan Guha Tour 2018| বিশ্বামিত্র মুনির ধ‍্যন গুহা ভ্রমণ |Innovative Travels Blog Bishyamitra Dhyan Guha Tour 2018 | বিশ্বামিত্র মুনির ধ‍্যন গুহা ভ্রমণ | Innovative Travels Blog
2 notes · View notes