Tumgik
Text
Bishyamitra Dhyan Guha Tour 2018 | বিশ্বামিত্র মুনির ধ‍্যন গুহা ভ্রমণ | Innovative Travels Blog
………………………………………………………….
আজ 22 শে জুন 2018
আজ সকালে গুয়াহাটি পলটন বাজার হোটেল থেকে বের হয়েছি বৈশিষ্ট্য মুনির আশ্রম ঘুরে দেখার উদ্দেশ্যে। পল্টন বাজার থেকে বাসে করে বৈশিষ্ট্য মুনির আশ্রম পর্যন্ত এসে বৈশিষ্ট্যাশ্রম পুরোপুরি ঘুরে দেখা হলো। এবার এখান থেকেই বিশ্বামিত্র মুনির ধ‍্যন গুহা দর্শন করতে যাব। বৈশিষ্ট্য মুনির আশ্রম যে পাহাড়ের নিচে অবস্থিত সে পাহাড়ের পাশ দিয়ে আরো তিন কিলোমিটার গহিন অরণ্যে গেলে বিশ্বামিত্র মুনির ধ‍্যন গুহা দর্শন মিলবে। চলুন তাহলে আমরা বিশ্বমিত্র মুনির ধ‍্যন গুহা দর্শন করে আসি।
একুশে জুন মানে গতকাল কামাক্ষা দর্শন, কোটি লিঙ্গ দর্শন, শ্রী গণেশ মন্দির, ব্রহ্মপুত্র দর্শন, ভূতনাথ মুক্তি ধাম দর্শন, উমা নন্দ দেবালয় ভ্রমণ করেই যথেষ্ট ব্যথা অনুভব করছি পায়ে। সারারাত সেবা-শুশ্রূষা করে নিজেকে প্রস্তুত করেছি আজকে বৈশিষ্ট্য মুনির আশ্রম এবং বিশ্বামিত্রের ধ্যান গুহা দর্শন করার জন্য।
Tumblr media
নীলাচল পাহাড় তথা কামরূপ কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা চলছে। এই অম্বুবাচী মেলা ২১শে জুন থেকে ২৫শে জুন পর্যন্ত চলবে। আজ মেলার দ্বিতীয় দিন। মেলা উপলক্ষে সারা গোয়াহাটি জুড়ে আনন্দের আমেজ বইছে। কামাখ্যা জংশন গুয়াহাটি জংশন ও সারা নীলাচল পাহাড় এবং গোয়াহাটি জুড়েই মানুষের ঢল। সারা ভারত বর্ষ থেকে লোকজন আসেন এইখানে অম্বুবাচী মেলা উপলক্ষে মাকে দর্শন করতে। এই অম্বুবাচী টা কি ? অম্বুবাচী টা হল একজন নারীর মাসিক/পিড়িয়ট  যে চক্রটি হয় তিন থেকে চার দিন বা পাঁচদিনও হতে পারে। মায়ের এই সময়টাকেই অম্বুবাচী বলে মনে হয়। তিথি নক্ষত্র অনুযায়ী এই দিনটি ধার্য করা হয়ে থাকে। মেলা উপলক্ষে জমজমাট থাকে গুয়াহাটি ও আসাম। আমিও মেলা উপলক্ষে ভ্রমণ করতে এসেছি বা আশেপাশের মন্দির গুলোকে দর্শন করতে এসছি।
আসুন এবার বিশ্বামিত্র মুনির খান গুহা ঘুরে আসি। বৈশিষ্ট্য মুনির আশ্রম থেকে হাঁটা শুরু করেছি প্রায় 20 থেকে 30 মিনিট হতে চলল। এর মধ্যেই উঁচু-নিচু পাহাড়, ছড়া, ঝর্না এসব উপভোগ করতে করতে মনোরম পরিবেশে হাঁটছি। গহীন অরণ্যে হারিয়ে যেতে ইচ্ছে করে যদি কেউ বাধা না দেয়। সাথে ছিল পিন্টু মামা আরও ৫ জন। পথে আরো মানুষজন আছে সাধু-সন্ন্যাসীরাও আছেন। কেউ কেউ পথের মাঝে বসে সেবা নিচ্ছেন, উনান জ্বালিয়ে চা পান করছেন। আবার কেউ মনের আনন্দে বাজনা বাজিয়ে বাবা ভোলানাথের গান করছেন, আবার কেউ কেউ মা কামাখ্যার জয় গান করছেন। সত্যি মন শান্তির একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সারা গোয়াহাটি জুড়ে। বিশ্বামিত্র মুনির ধ‍্যন গুহা যে পাহাড়ে অবস্থিত সেই পাহাড়ের নিচে কিছু দোকানপাট বসেছে মেলা উপলক্ষে। কিছুক্ষণের জন্য চা পানের বিরতি নিলাম এখানে। সত্যিই হাপিয়ে উঠেছি ভাই আর আর পারছিনা।
চা পানের বিরতির পর আবার গুহার উদ্দেশে রওনা দিলাম। উপরের দিকে উঠেই চলেছি, ২০ থেকে ২৫ মিনিটের মত ওপরের দিকে উঠেছি। তারপর মানুষ জনের লাইন শুরু হয়েছে। ধ্যান গুহায় ঢুকার রাস্তাটা খুবই সরু একটা পাথরের মাঝখান দিয়ে কোন ভাবে একজন যাতায়াত করতে পারে। অপেক্ষা করতে থাকলাম। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন লোকজন যাওয়া আসার রাস্তা টা কিরকম।
অবশেষে ভেতরে ঢোকার সুযোগ আসলো। চলুন আমার সাথে আপনারাও দেখবেন।
বিশ্বামিত্র মুনির ধ‍্যন আসন দর্শন করে পাহাড় থেকে নামতে শুরু করেছি। পথে পথে মানুষজন যাতায়াত করছে কেউ কেউ বসে বিশ্রাম নিচ্ছেন আবার কেউ উনান জ্বালিয়ে চা পান করছেন সেবা নিচ্ছেন। সারা পৃথিবী থেকে হিন্দু অবলম্বী যারা আছেন যারা বিশ্বামিত্র মুনি সম্বন্ধে জানেন তারা অবশ্যই একবার হলেও ধ্যান গুহা দর্শন করে যাবেন।  আমার এই ‘বিশ্বামিত্র মুনির ধ্যান গুহা ভ্রমণ’ ব্লগটি যারা পড়ছেন তারা অবশ্যই ভিডিওটি দেখে নিবেন তাহলে আপনা���ের জন্য সুবিধা হবে ভ্রমণ করতে। মাঝ পথে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে
  পাহাড়ের নিচে চলে আসলাম যেখানে দোকানপাট বসেছে ওখানে বসে কোমল পানীয় আনারস আরো অনেক কিছু খেয়ে বিশ্রাম নিয়ে আবার রওনা দিয়েছি। দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় হয় অবস্থা। বিশ্বামিত্র মুনির ধ‍্যন গুহা থেকে ফেরার পথে আবারো বৈশিষ্ট্য মুনির আশ্রম ঘুরে জংশন এসে পৌঁছলাম। বৈশিষ্ট্য মুনির আশ্রম এর নিচে বাস জংশন থেকে বাসে উঠে সরাসরি পল্টন বাজার এসে আবার নামলাম। সত্যিই অসাধারণ লেগেছে আমার এই জার্নিটা। সুযোগ পেলে আবারও আসবো। আপনারাও ইচ্ছে করলে বৈশিষ্ট্য মুনির আশ্রম ও বিশ্বামিত্র মুনির ধ‍্যন গুহা দর্শন করে যেতে পারেন।
Tumblr media
দুই তিন দিন সময় নিয়ে বেরিয়ে পড়ুন। গোয়াহাটি আসার জন্য বাস ট্রেন বিমান সব ব্যবস্থা আছে। গোয়াহাটি জংশনে এসে জংশন এর পাশেই অবস্থিত পল্টন বাজার থেকে হোটেল বুক করে নিবেন, অনলাইনে ও বুক করতে পারেন বা আমাকে ফোন করতে পারেন। এরপর আপনি আপনার ইচ্ছা মত যেখানে ইচ্ছে আপনি ঘুরতে যেতে পারেন। গুয়াহাটির আশপাশ ঘোরা হয়ে গেলে এবার আপনি আসাম, মেঘালয়, নাগাল্যান্ড ঘুরতে যেতে পারেন।  আমার সাহায্য চাইলে আমার ইমেইল আইডি বা মোবাইল ফোনেও যোগাযোগ করতে পারেন। অথবা এই ব্লগের নিচে আমার ই-মেইল নম্বর ফোন নম্বর দেওয়া আছে আপনি ওখান থেকেও কালেক্ট করতে পারেন।
Tumblr media
ধন্যবাদ
………………………
গুয়াহাটি শহরে আপনি কোথায় কোথায় ঘুরবেন ?
কামরূপ কামাখ্যা দেবালয়
কোটি লিঙ্গ
দ্বারপাল গনেশ টেম্পেল
সিদ্ধি গনেশ টেম্পল
ভূতনাথ মুক্তিধাম
উমানন্দ দেবালয়
বৈশিষ্ট্য আশ্রম দেবালয়
বিশ্বামিত্র মুনি ধ‍্যন গুহা
গোয়াহাটি শহর
আরো অনেক আছে যা আমার এখনো যাওয়া হয়নি ভবিষ্যতে যদি যাই অবশ্যই আমি আমার ব্লগে লিখব ধন্যবাদ। পাশে থাকবেন ভালবাসবেন আস্তে আস্তে সব গুলো ভ্রমণ সম্বন্ধে আমি আমার ব্লগে লিখব।
শুভেচ্ছা আমার পরবর্তী ব্লগের জন্য । আজকে আমার বড় ছেলে স্বর্ণদ্বীপ মল্লিক সায়ন’র শুভ জন্মদিন। আজকের এই লেখাটি ‘বিশ্বামিত্র মুনি ধ‍্যন গুহা ভ্রমণ’ আমার ছেলের নামে উৎসর্গ করলাম।
………………………………
  Bishyamitra Dhyan Guha Tour 2018| বিশ্বামিত্র মুনির ধ‍্যন গুহা ভ্রমণ |Innovative Travels Blog Bishyamitra Dhyan Guha Tour 2018 | বিশ্বামিত্র মুনির ধ‍্যন গুহা ভ্রমণ | Innovative Travels Blog
2 notes · View notes
Text
Baishista Asram Debalaya Tour [বৈশিষ্ট্য মুনির আশ্রম ভ্রমণ ] Guwahati, Assam, India. Travel Vlog.
……………………………………………………………………………..
আজ ২২ জুন ২০১৮ ইং। উদ্দেশ্য বশিষ্ঠাশ্রম দেবালয় ভ্রমণ।
পল্টন বাজার থেকে বশিষ্ঠাশ্রম দেবালয় পর্যন্ত বাস যাতায়াত করে। জংশন থেকে লোকাল বাস সরাসরি বশিষ্ঠ আশ্রম পর্যন্ত যাওয়া আসা করে। এই ইনফরমেশনটা আমার আগে থেকেই জানা ছিল। তাই সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে হোটেল থেকে বেরিয়েছি। কম ভাড়ার মধ্যে Hotel Metro, Paltan Bazaar. ভালোই লেগেছে আমার। তবে অবশ্যই খাবার জল কিনে খাওয়াটাই উত্তম। গুয়াহাটি রেল স্টেশন থেকে বেরোলেই পল্টন বাজার, হোটেল পাড়া ও নগর সড়ক।
সড়কের পাশ দিয়ে হাটতে হাটতে একটা street food এর দোকান পেলাম।  আমার  দারুন মজা লাগে স্থানীয় খাবার গুলো খেতে। ঘিয়ে ভাজা পরোটা আর ছোলার ডাল, অসাধারণ খাবার। সাথে আসামের বিখ্যাত সুগন্ধিযুক্ত চা আর গরুর খাটি দুধে মেশানো। খাদ্য রসে ভরপুর।
Tumblr media
গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব খাটনি হয়েছে। ভোর পাঁচটায় কামাখ্যা জংশন নেমে সেখান থেকে অটোতে করে কামাখ্যা গেইট, এরপর আবার অটোতে করে কামাক্ষা মন্দির। ভাড়া ১০+১০ কুড়ি। তারপর কামাখ্যা মন্দির থেকে পায়ে হেঁটে কোটি লিঙ্গ, কোটি লিঙ্গ থেকে গণেশ মন্দির আবার সেখান থেকে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত পাহাড়ের উপর থেকে প্রায় হাজার ফিট। সেখান থেকে কামাখ্যা মন্দির এসে প্রণাম সেরে ভূতনাথ মুক্তিধাম হয়ে আবার উমানন্দ দেবালয় ঘুরে আসতেই সন্ধ্যা হয়ে গেছে। হঠাৎ করে এত হাঁটাহাঁটির ফলে পা যথেষ্ট ব্যথা হয়ে গেছে। Okay কোন ব্যাপার না চলো ঘুরে আসি বৈশিষ্ট্য আশ্রম থেকে।
পল্টন বাজার থেকে লোকাল বাসে চড়ে বৈশিষ্ট্য মুনির আশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাসের কন্টাকটার সাহেবকে জিজ্ঞেস করতেই উনি বলে দিলেন যে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটের মতো সময় লাগতে পারে বৈশিষ্ট্য আশ্রম পর্যন্ত। রাস্তায় যেতে যেতে দু’পাশের পরিবেশ পরিস্থিতি দেখতে দেখতে কখন যে বশিষ্ঠাশ্রম পর্যন্ত চলে এসেছি বুঝতেই পারেনি। অত্যন্ত সুন্দর এই গুয়াহাটি শহর টি। এই শহরকে ঘিরে কামাখ্যা মায়ের মন্দির সহ আরো অনেকগুলো মন্দির আছে। যেমন নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত কামাখ্যা মায়ের মন্দির, মন্দির থেকে ব্রহ্মপুত্র নদের দিকে নামতেই প্রথমে কোটি লিঙ্গ। মায়ের মন্দির থেকে কোটি লিঙ্গ প্রায় ৩০০ ফিট হবে আবার কোটি লিঙ্গ থেকে গণেশ মন্দির  যেতে প্রায় ৫৬০ ফিট, আবার গণেশ মন্দির থেকে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত যেতে প্রায় ১৫০ ফিট হবে। তারপর ভূতনাথ মুক্তি ধাম, উমানন্দ দেবালয়, বৈশিষ্ট্য আশ্রম দেবালয়, বিশ্বামিত্র মুনির ধ‍্যন গুহা, আরো অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আছে এই গোয়াহাটি শহরটি ঘিরে। তাই সার�� বছরই এখানে যথেষ্ট পর্যটক থাকে।
Tumblr media
চলো এবার বৈশিষ্ট্য আশ্রম ঘুরে ফিরে দেখা যাক। পাহাড়ের পাদদেশে বৈশিষ্ট্য মুনির আশ্রম অবস্থিত। আশ্রমে ঢুকতেই প্রথমে আপনাকে অভিনন্দন জানাবে বৈশিষ্ট্য মুনির আশ্রমে থাকা এক ঝাঁক বানরের দল, কিছু কিছু সময় সারা আশ্রম জুড়ে দৌঁড় ঝাপ করে বেড়াই এই আশ্রমে থাকা বানরের ঝাঁক। আশ্রমের ঠিক পিছনের দিকে পাহাড় থেকে বয়ে আসা একটা প্রাকৃতিক ঝর্ণা আছে। যত দর্শনার্থী বৈশিষ্ট্য মুনির আশ্রমে ঘুরতে আসেন তারা সবাই এই ঝর্নাতে আনন্দে স্নান করেন। বলা হয়ে থাকে এই ঝর্ণার জল স্পর্শ করলে এবং মাথায় ছুয়ালে মনের কালিমা দূর হয়। তাছাড়া ঝর্ণার মাঝখানে যে পাথর গুলো আছে ওখানে বসে সুন্দর সময় অতিবাহিত করা যায় এবং ঝরনার বয়ে যাওয়া জলের স্রোত জলের শব্দ অবশ্যই আপনার মনকে আনন্দিত করবে বা মনকে হালকা করবে এটা নিশ্চিত।
Tumblr media
আশ্রমের ভিতরে মন্দির। মন্দিরে ঢুকেই শেষ প্রান্তে গ্রান্ড ফ্লোর এর নিচের দিকে নামার সিঁড়ি পাবেন। সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকবেন এখানেই বৈশিষ্ট্য মুনির ধ‍্যন কক্ষ। যে ঘরটিতে বৈশিষ্ট্য মুনি ধ্যান করতেন ঘরটি সম্পূর্ন অন্ধকারাচ্ছন্ন। একজন পুরোহিত ব্রাহ্মণ ওখানে পুজো দিচ্ছেন। মোমবাতির আলোয় যতোটুকু দেখার দেখেছি। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন ওখানে কতটা অন্ধকার ছিলো। বশিষ্ঠাশ্রম এর চারপাশে ঘন জঙ্গল আর আশ্রমের নিচের দিকে বাস ও অটো’র জংশন। জংশনের একপ্রান্তে Public Health Center অন্য প্রান্তে ফুল বেলপাতা এবং পুজোর যে সামগ্রী গুলা হয় ওসব এর দোকান সাজিয়ে বসে আছে দোকানিরা। আপনি চাইলে ওখান থেকে ফুল বেলপাতা বা আপনার পুজোর যে সামগ্রীগুলো দরকার হয় ওগুলো নিয়ে পুজো দিতে পারেন।
এবার ফিরে আসার পালা। ভ্রমণ ও পূজো পার্বণ সেরে টিক একই ভাবে ওখান থেকে বাসে করে পল্টন বাজার এসে নামবেন।
বৈশিষ্ট্য আশ্রম দেবালয় থেকে একই পাহাড়ের পাশ দিয়ে তিন কিলোমিটার দূরত্বে বিশ্বামিত্র মুনি’র ধ্যান ঘুহা অবস্থিত। আপনি চাইলে বিশ্বামিত্রের ধ্যান গুহা দর্শন করে আসতে পারেন। ঘন জঙ্গলের ভেতর দিয়ে ঝরনা, ছড়া ও পাহাড়ের মেঠো পথ পেরিয়ে আপনাকে যেতে হবে।  ধন্যবাদ এ পর্যন্ত, আজকে বৈশিষ্ট্য মুনির আশ্রম ঘুরে দেখার গল্প হলো আপনাদের সাথে এর পরবর্তী যে ব্লগটি আমি লিখবো এটি হচ্ছে বিশ্বমিত্র মুনির ধ‍্যন গুহা ভ্রমণ। বৈশিষ্ট্য মুনির আশ্রম থেকে কিভাবে যাবেন ? আশা করি আপনি আমার সাথে থাকবেন। শেষে অনুরোধ জানাবো আমার বিশ্বামিত্র মুনি’র ধ‍্যন গুহা ভ্রমণ ব্লগ টি পড়ার জন্য। ধন্যবাদ।
কিভাবে যাবেন ? কোথায় থাকবেন ? কোথায় ঘুরবেন ?
যাতায়াতের জন্য বাস, ট্রেন এবং প্লেনের ব্যবস্থা আছে।
বাসে যাতায়াত করতে চাইলে কলকাতা, শিলিগুড়ি হয়ে গোয়াহাটি। তারপর ওখান থেকে আপনি যেখানে ইচ্ছে ভ্রমণ করতে পারেন।
ট্রেনে যাতায়াত করতে চাইলে নিউ জলপাইগুড়ি জংশন হয়ে কামাখ্যা জংশন অথবা গুয়াহাটি জংশন।
Air এ যাতায়াত করতে চাইলে ইন্ডিয়ার যে কোন এয়ারপোর্ট থেকে বাগডোগরা এয়ারপোর্ট এখান থেকে গোয়াহাটি।
Tumblr media
থাকার জন্য গুয়াহাটি শহর জুড়ে আবাসিক হোটেলের ব্যবস্থা করা আছে। অনলাইনে সার্চ করে আপনি নিজেই বুক করে নিতে পারেন হোটেল। প্রায় সব মানের হোটেল আপনি পেয়ে যাবেন।
ঘুরে বেড়ানোর জন্য প্রায় বিশটার বেশি দর্শনীয় স্থান আছে এখানে।  ধর্মীয় তীর্থস্থান ও অন্যান্য পর্যটন কেন্দ্র সহ প্রায় কুড়ি’র বেশি দর্শনীয় স্থানে ঘুরতে পারবেন। এখান থেকে আসামও ঘুড়ে আসতে পারেন। হাতে ৭ দিন সময় নিয়ে বেরিয়ে পড়ুন ৭ দিনেই গোয়াহাটি এবং আসাম ঘুরে নিতে পারবেন।
আবারো ধন্যবাদ
WORLDS #1 TRAVEL STORE | AMAZON
Welcome to Innovative Travels India. Hello friends I’m a Travel blogger & Travel Video Creator on YouTube. In contents so many Travel Gear links. If you buy any products by choosing this link I’ll get some commission from amazon.com. Thank you.
Fashion & Mega Travel Store for you | Hope you like this
https://amzn.to/2zE2aAn
Best Travel Store 2018 & Prime Products | Extra Time Reviews
https://amzn.to/2uhA6gh
My Best Travel Gear 2018 | Crocs Ralen Men Clog in Blue
https://amzn.to/2uhYZIM
Best Suitcases & Trolley Bags 2018 | Up to 70% Discount Offer
https://amzn.to/2zo8pbl
ALBORZ® Casual Backpack Bag For Laptop/Tablet/MacBook With USB Charging Port
https://amzn.to/2zqHMma
Setton Brothers Laptop Backpack Briefcase Computer Bag – Slim Business Professional Bag fits 13 inch MacBook Pro / Air Dell Tablet – Black
https://amzn.to/2uaR6FN
Setton Brothers Laptop Backpack Briefcase MacBook Bag-Case – 13-14 inch, Slim Business Professional Bag Notebook/ Apple MacBook Pro Retina/ iPad Pro 12.9/ Dell xps 13/ Tablet sleeve – Blue
https://amzn.to/2zpXi1H
New & Branded Backpacks | 40%-70% OFF | End of Season Sale
https://amzn.to/2m8TFUB
Best Duffel Bag Gear 2018 | Prime & Reviews
https://amzn.to/2zo2SBP
2018 Best travel document holder | Prime & Innovative Reviews
https://amzn.to/2L1rm8k
2018 Best Seller Travel Pro Fashion | Mega Travel Store | Prime eligible
https://amzn.to/2KYlkFH
…………………………………………………………………………………………………
Subscribe | Like | Share this video….
If you want to visit Kamakhya Temple, Bhoothnath Mukti Dham,  Uma-Nanda Debalaya, Baishista Asrom & Bishyamitra Dhyan Guha | please contact in bellow.
Innovative Travel
letsgosujan.wordpress.com
Phone- 91 8670717186
Mallaguri More, Siliguri, Darjeeling
    Baishista Asram Debalaya Tour [বৈশিষ্ট্য মুনির আশ্রম ভ্রমণ] Guwahati, Assam, India. Travel Blogs Baishista Asram Debalaya Tour [বৈশিষ্ট্য মুনির আশ্রম ভ্রমণ ] Guwahati, Assam, India. Travel Vlog. ......................................................................................... আজ ২২ জুন ২০১৮ ইং। উদ্দেশ্য …
0 notes
Video
youtube
Hey Introducing Innovative Travels India. Today i will show you Kamrup Kamakhya Temple live overview in Guwahati, Assam, India. If you achieve anything from the travel view, pls SUBSCRIBE & Share this video for help more people. Thank You.
Read more Bangla Travel Blogs to go-
letsgosujan.wordpress.com
0 notes
Video
youtube
0 notes
Video
youtube
How to Start Online Business 2018 | Light Overview
0 notes
Photo
Tumblr media
Bishyamitra Dhyan Guha visit with Innovative Travels India. Kamakhya Temple l Bhoothnath Temple l Umananda Temple l Baishista Asrom l Bishyamitra Dhyan Guha and Guwahati City.
0 notes
Photo
Tumblr media Tumblr media
Kamakhya Temple, Nilachal Pahar, Guwahati, Assam, India.
0 notes
Photo
Tumblr media Tumblr media
Fashion & Mega Travel Store for you | Hope you like this
0 notes
Link
Fashion & Mega Travel Store for you | Hope you like this
0 notes
Link
ভূতনাথ মহাশশান ভ্রমণ ২০১৮
মনে জোর না থাকলে দেখার দরকার নেই।
আজ ২১ জুন ২০১৮ ইং দুপুর ১২.৩০ । মা কামাখ্যা মন্দির থেকে বের হয়েছি। উদ্দেশ্য ভূতনাথ মহা শশান ও ঊমা-নন্দ দেবালয় ঘুড়ে দেখা। কামাখ্যা গেইট থেকে বের হয়ে বাঁয়ে মেইন রোড ধরে এগোতে থাকলাম। কিছু দূর গেলেই ভূতনাথ।
ভূতনাথ মহা শশানের মেইন গেইট দেখেই মনে কেমন জানি ভয় কাজ ক্রছিলো। ভেতরে ঢোকতেই মায়ের মন্দির এবং মা'কে দেখে মনটা একটু হালকা হল। জয় মা শশান কালী। মা'কে প্রনাম করে একটা সেলফি নিলাম। সামনের দিকে এগোতেই প্রথমে একটা জলন্ত শশান চোখে পড়লো পাশেই ব্রম্মপুত্র নদ। কেমেরা অন করে প্রথমে শশান তারপর ব্রম্মপুত্র নদ'র দিকে এগিয়ে গেলাম। এখানেই যেনো সব শেষ। চিতা জলে ছ���ই তারপর ব্রম্মপুত্র নদে ভাসিয়ে দেওয়া।
হায়রে কি বিচিত্র পৃথিবী। জন্ম মৃত্যু'র যেন কোন নিদৃষ্ঠ সময় হয়না।
এই অম্��ুবাচি মেলাকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম হয় এই বুতনাথ মহাশশানে। আমিও ঘুড়ে ঘুড়ে দেকতে.... letsgosujan.wordpress.com
0 notes
Photo
Tumblr media Tumblr media
Kamakhya Temple | Guwahati | Assam | India.
Innovative Travels India
0 notes
Photo
Tumblr media
Kamakhya Tours 2018 | During Ambubachi Mela 2018
youtube
0 notes
Text
Ambubachi Mela 2018 | Kamakhya |Guwahati | Bangla Blog
Live from Nilachal Pahar
 শুনেছি !
শুনেছি প্রথিবীতে মানুষ জাতীর একমাত্র প্রবেশ দ্বার এই আদি শক্তি, তন্ত্র শক্তি, শিব ও শক্তি'র অবাদ মিলন স্তান এই নিলাচল পাহাড়।
শুনেছি মাতা'র "কাম শক্তি'র" বিশেষ অংশটুকু এই নিলাচল পাহাড়ে স্তাপিত আছে সেই আদিকাল থেকে। শুনেছি ব্রম্মপুত্র  নদ'র জল লাল হয় কোন কোন সময় বা বিশেষ খ্যনে।
 ২২ জুন থেকে ২৫ জুন ২০১৮। নির্ধারিত সময়ের ২ দিন আগেই রওনা দিয়েছি নিলাচল পাহাড়ের উদ্দেশ্য । ২০ জুন  সন্ধয্যা ৭.৩০ মিনিটে গোয়াহাটি স্পেশালে চড়ে ২১/৬ কামাক্ষ্যা জংশনে যখন নামলুম তখন ভোর ৫.১০।
পায়ে হেঁটে অটো ষ্টেশন অবদি গিয়ে অটোতে চেপে মন্দির প্রাঙ্গন এসে পোছালাম তখন সকাল ৬.২০।
 সূর্য মামা তখন ঊকি দিয়ে দেখছেন আমাকে মায়ের মন্দির চত্তরে থাকা গাছের ফাক দিয়ে। আমিও সূর্য মামা'কে প্রণাম জানিয়ে মায়ের চরণ ধুলো নেওয়ার জনে্য এগোতে থাকলাম।
প্রথমে কোটিনঙ্গ তারপর গণেশ মন্দির হয়ে আদি শক্তি পীঠ মাতা কামাক্ষ্যা মন্দিরে যখন আসলাম তখন ১০ টা কি ১১ টা হবে।
শান্তি, তৃপ্তি, ভয়, প্রার্থনা, মনের আদান প্রদান, ভালোবাসা বিনিময়, প্রতিশ্ররুতি, আবার প্রার্থনা, আবার প্রনাম। ভালো থেকো মা-ভালো রেখো সব্বাইকে।
মায়ের মন্দির ন্নিলাচল  পাহাড়ের চুড়ায়। মায়ের মন্দির থেকে কোটিলিংগের দুরত্ত পাহাড়ের অপরদিকে নিচে ১৫০ ফিট ও গণেশ ম্নদিরের দুরত্ত ৫০০ থেকে ৬০০ স্কয়ার ফিট। অর্থাৎ নীলাচল পাহাড় ছুঁয়ে ব্রম্মপুত্র নদ স্বগোরভে গোয়াহাটি শহরকে অলংকিত করে এগিয়ে গেছে।
 আমি প্রথে্যকটা মন্দির ঘুড়েছি। যেমন গণেশ মন্দির, কোটিলিঙ্গ, ভুত নাথ মহাশশান, উমা নন্দ দেবালয়, বৈশিষ্ঠ দেবালয় ও বিশ্যামিত্র ধ্যান গুহ।্গোয়াহাটি সিটিও ঘুরেছি।
পুজো, প্রনাম, প্রণামী, আশির্বাদ এইসব ও সেড়েছি নিজের মতো করে।
 মায়ের মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে। পৃথিবীর যে কোন প্রান্ত থেকে পূজা দিতে পারবেন। ফোন করুন, অথবা মেইল করুন। কুষ্টি নাম ও গোত্র অনুযায়ী পূজা দিয়ে পূজোর ফুল, বেলপাতা ও প্রসাদ আপনার ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে। Puja & Pronami each Temple RS 1001.
 তীর্ত ভ্রম্নঃ
আপনিও ইচ্ছে থাকলে ৩/৪ দিন সময় নিয়ে তীর্থ ভ্রমণ করে আসতে পারেন।
রেলওয়ে টিকেট, হোটেল বুকিং, কার রেন্টাল আমরা সবকিছু ব্যবস্থা করি।
0 notes
Photo
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
Text
Welcome to Innovative Travels India
0 notes
Video
youtube
(via https://www.youtube.com/watch?v=UoaFOekUT9o)
0 notes
Video
youtube
Must change your Mood....
0 notes