Tumgik
#সমত
sftsocialnews · 5 months
Link
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের কাছে পাত্তাই পায়নি দক্ষিণ আফ্রিকা। ম্যাচটিতে প্রোটিয়াদের ৮ উইকেটে হারিয়েছিল লোকেশ রাহুলের দল। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে কড়ায় কণ্ডায় সেই শোধ নিয়ে নিলো স্বাগতিকরা... #ভরতক #হরয় #সরজ #সমত #ফরল #পরটয়র
0 notes
mdrahmatalis-blog · 1 year
Text
"বর্ণ"কথা"কণা"
==============
মোঃ রহমত আলী
================
ক ! ক-জানি না কবি কালের,
কলম তুলি কান কাপেছে ঠোটে,
শিক্ষা মাটি মূর্খ বনীল। 
খ ! খুলিতে-ই কিতাব চিন্তামন,
তাই খুদ খোয়াবী,চোখ মুন্দী-
কেমন,শুই তো তখন।
গ ! গাধা আমি আমার পালের,
গুণ বীণে গাফিলতির,
গোলকধাঁধার ওজন গুণে।
ঘ ! ঘাড় নুইয়ে কু-নাম শুনি,
যতক-ততক ঘর ছেড়ে ঘর খুঁজি,
ঘাম মুছে নিজ তবনে।
     
ঙ ! আঙুল নাহি কারো পানে তুলি,
নিজ ঘুম ভাংগি,
আঙ্গুলে তাসবিহ গুণন চলি।
চ ! চামচামি নাহি কারো করি,
চোখ-দেখে-চোখ দেই,
চা পানিতে জিহ্বা ঝাঁঝায় লই।
ছ ! ছাড় নাহি নিজেকে দেই,
ছত্রাকার-সমাজের-ছাড়পত্র-
পাওয়া ছাত্র গুনী কই।
জ ! জবান সামলে-
জবাব দিয়েই জামিন,
জনাব জ্বলি নিজেই,
অন্যান্য না জ্বালাই।
      
ঝ ! ঝগড়ার ঝংকার-
শুনেও না শুনি-রে,
ঝুপ করেও চুপ,
ঝই ঝামেলা চল এড়িয়ে চলি।
ঞ ! অজ্ঞ আমি কৃতজ্ঞতাপূর্ণ,
মন রতে মিঞা নাহি চাই হতে,
না- কঞ্জুস বনীতে।
      
ট ! টাকা-টাকা কয় কথা,
বন্ধনহীন টক্কর,টাকা'র না দেই,
টক কথা না কানে লইরে।  
ঠ ! ঠোকর খেয়ে ও
ঠিক হলুম না তাই,
ঠকার পরে-ই সঠিক
হুশ পেলুম সমত ভাই।
ড ! ডুব দিয়ে বিষ খায় কে বলো!
ডাক্তার ডেকে না পাই তো,
ডাকাত ধরতে চোর আনাই।
ঢ ! ঢাক বাজিয়ে না কারো
কু-নাম ছড়াই, তবু ঢাঁট(নির্লজ্জ)
লোকের লজ্জা যে নাই।
ণ ! ণা করি ঘুষ-খোরি,
ঘৃণার পাত্র হতে,
ণা হোই ঘৃণ্য যেন,
নিজ ঘুনি কার্যক্রমে।
ত ! তাবলীগ দ্বীনের
হক চালিয়ে যাই,
চল-তবে,সবুর-সবে,তওবা
করে-করি ভাই।
থ ! থলে নেক-আমলে
কর্মে-করি-ভরি,
থাক যে থাক যেমন, 
আমি দ্বীনদার বনি।
দ ! দরুদ পড়ি বেশি-বেশি,
তবেই তো হয়, দুঃখের পারে-ই
সুখ সবে পাবো সদা তো।
ধ ! ধার-দেনা শোধ করে'ই আগে,
হায়াৎ রইতে ধরেই রাখি,
ঈমান সবে সব আমূল।
ন ! না পারার কোনো কিছুই নাই,
সবে চলি না বেখেয়ালী তায়,
চোখের পর্দা করে করি ভাই।
প ! পাপি আমি-আমার পাপে,
পাগল বটে তাপে,
পাপ হতে দূর রোতে,
পারি করিত পুণ্য পূর্ণ। 
ফ ! ফরজ আমল পূর্ণ করি,
কুফর শির্‌ক মুক্ত হয়ে,
ফকিরকে দান দিতে-ই থাকি রে।
ব ! বাবার মতো-ন আপন,
কে? বা বলো !
বন্ধু দুঃখের চিনে রাখি,
পথ চলার চলো।
ভ ! ভয় করি সেই
বিচার দিবস ভাই,
ইসলাম সত্য- যখন
কেউ কারো নয়কো তাই।
ম ! মিথ্যা ছাড়া সত্য বলিব,
মায়ের মতন কে আর আছে কে!
এ জগৎ পানে গো।
য ! যে যেমন যোগ্য,
সম্মান করি সমান,
যথাযথ ফরজ আদায়
দিতেই হবে প্রমাণ।
র ! রাত গভীরে নফল
আমল করি কে ? কি ! আদায়,
রাগ করোনা কেউ এ কথায়।
ল ! লাভের অতি আশায়,
সুদ নাহি লই।
লোভ করি-না,
জনে সবে পরাধনের ধ্যানে।
শ ! শিকড় শিক্ষায়-
কি ? বলে কি ! এ,
শক্তি অন্যায় না দেখাই,
দুর্বল সনে হে।
ষ ! ষড়যন্ত্র কারির বশে,
পাষাণ না হোই-
বিষ পাথর সমান,
আপন জনের তরে তে।
স ! সালাম দিতে জবাব না ভুলি,
যেন সালাত আদায় করি,
সদা সত্য-কথা বলি।
হ ! হক কথা বলেই বলি,
হক না খাই কারো,
ফেলে না দেই হালাল-হারাম,
হক আদায় জীবন গড়ি বলো।
ক্ষ ! ক্ষমতাবান জনে
ক্ষণেকের তরে-র,
ক্ষমাশীল হও তবে,
সকলের হ্যাঁ সনের।
ড় ! জোঁড়া না ভাঙ্গী
মোরা বন্ধোনেরি,
জুড়ি-সব জুড়া-করি এক,
রুখি ভাংগনের।
ঢ় ! দৃঢ়নিশ্চয় পরকালে
জবাবদিহি হবেই হবে,
দৃঢ়ীকরণ ঈমান সবে,
করি থীর তবে।
য়! বিয়োগ হয়ছে
রোজ আয়ু আমার।
হায়াত শেষে বন্ধ সব
আমল করা সবার।
ৎ ! অসৎ না রই,
হঠাৎ হবেই মরণ জানি,
সৎ কর্মের-কার্য্যে সুফল
দো-কালে-রবেই।
০৻ ! অহংকার না করি,
মুসলিম যদি হোই,
সংসারের মোমিন সবে
প্রশংসারত এক রবের।
: ! নিঃশ্বাসে প্রতি
আল্লাহর জিকির করি।
তমঃ হতে বেরিয়ে
আলোক পথ ধর চলি।
৺ ! আঁখি বন্ধ করে
নাহি চলাচল করি,
কি? আঁচকর বুক টাঁনটানে,
আকাশ ছুতে পারি।
অ ! অবগত হয়ে
অবচেতন না হোই,
দ্বীন অনুসরণ করি কি?
হাদিস মোতাবেক সবি।
আ ! আলহামদুলিল্লাহ
জপি দিনরাত,
আল্লাহু"আকবর
জপে জিন্দা দিল করি।
ই ! ইনশাআল্লাহ বলি
কালকর্মের আশায়,
ইনসানবনি-ইনসাফে
সমতা কায়েম করি।
ঈ ! ঈমান তো কম-বেশি
সবার-ই  আছে,
ঈমানদার কজনে-ই
আল্লাহতায়ালা জানে।
উ ! উপকার করে-না-করি,
কারো আর অপকার,
উদাহরণ হোই করে অপক্ষপাত।
ঊ ! ঊষা বেলা উঠে
পায়চারি করি,
ঊর্ধ্ব কণ্ঠে কাক,পঙ্খী ডাকি,
দানা রোজ দান করি।
ঋ ! ঋজু হয়ে নেক
রাহে চলো-চলি,
ঋণ করে কভু কেউ
ফুটানি নাহি করি।
ঌ ! পুরাতন বইয়ে পড়েছি-নু
(লী)কার, ব্যবহার নেই তার,
নব পাতায় ছাপানে তাই।
এ ! এ আমার একান্ত
দিলের আওয়াজ,
এক আল্লাহ জিন্দাবাদ-জিন্দাবাদ।
ঐ ! ঐসব বদখত দের
হতে দূর থাকিব,
ঐ এক মজলুম
আওয়াজ কন্ঠে রাখিব।
ও ! ওজনে কম না দেই কভু,
ওয়াদা খেলাফ না করে।
আমানতদারি পুরো করি,
ওস্তাদের সম্মান না ভুলি।
ঔ ! ঔচিত্য গড়ে তুলি,
ঔৎকন্ঠ্য অর্জনের,ঔৎকর্ষ হবেই,
ঔদার্য মহাঔষধ বনিলে ॥
===০২-০২-২০২৩===
অতঃপর কিছু কথা :–
………………………..
আস্সালামুআলাইকুম ,,
………………………..
সাধারণত বাংলা বর্ণমালার বর্ণনা 
তো অনেক ধরনের উপমার কথায়
লিখে দেওয়া যায়। এই কবিতায় আমি যত সম্ভব প্রতি বর্ণের বর্ণনা অল্প কথার মধ্যে দেওয়ার চেষ্টা করেছি।মাত্র।
যা আমাদের জীবন বোধের কিছু
অতি প্রয়োজনীয় হতে পারে। 
তবে আমার ভুল হতেও পারে উদাহরণ দেওয়ার মধ্য। যেমন:- বানান,ছন্দ,গদ্য, মিলতাল,তুলনা,ইত্যাদি-ইত্যাদি।
এই কবিতায় আমি কাউকে ব্যথিত
করে কিছুই লেখা লিখি নাই।
তবু আমি আন্তরিক ভাবে সব পাঠকের কাছে, অন্তর থেকে- ক্ষমা চেয়ে নিচ্ছি। ।সবাইকে-ধন্যবাদ।
……………………………………
Tumblr media
0 notes
faruk1199 · 2 years
Link
শাওমি রেডমি ৯ বাংলাদেশে দাম
0 notes
infonews24 · 4 years
Text
পায়ে পায়ে ২০ বছর পার কিঁউকি... সাস ভি কভি বহু থি-র! পুরনো দিনে ফিরে গেলেন স্মৃতি ইরানি
পায়ে পায়ে ২০ বছর পার কিঁউকি… সাস ভি কভি বহু থি-র! পুরনো দিনে ফিরে গেলেন স্মৃতি ইরানি
[ad_1]
Tumblr media
এই সময় ডিজিটাল ডেস্ক: হিন্দি বিনোদন জগতের যাকে বলে প্যারাডাইম শিফ্ট। ২০০০ সালে এক ঝাঁক মেগা নিয়ে ছোট পর্দায় হাজির হল বালাজি টেলিফিল্মস। সিরিয়ালের সংজ্ঞাই বদলে দিলেন একতা কাপুর। মানুষের ঘরে ঘরে পৌঁছে গেল কহানি ঘর ঘর কি, কিঁউকি সাস ভি কভি বহু থি, কসৌটি জিন্দেগি কি-র মতো মেগা ধারাবাহিক।
টানা ৮ বছর ধরে চলা মেগা ধারাবাহিক Kyunki… Saas Bhi Kabhi Bahu Thi ২০ বছর পূর্ণ করল ৩ জুলাই। এই সিরিয়াল…
View On WordPress
0 notes
few-favorite-things · 4 years
Photo
Tumblr media
international picnic day 2020: সেসব অতীত স্মৃতি যেন! আজ আন্তর্জাতিক পিকনিক ডে, জানেন এই দিনটা সম্পর্কে? – international picnic day 2020, know and enjoy the day in a different manner এই সময় জীবন যাপন ডেস্ক: করোনা আবহেই পালিত হচ্ছে আন্তর্জাতিক পিকনিক ডে। জানেন কি, প্রতি বছর ১৮ জুন পালিত হয় আন্তর্জাতিক পিকনিক ডে। তবে করোনার কারণে এই বছর পছন্দসই খাবার প্যাক করে কাছেপিঠে কোথাও বেরিয়ে পড়া যাবে না। অনেকে মিলে একসঙ্গে হইহুল্লোড়ও করা যাবে না। তবু কী ভাবে কাটাবেন আজকে দিনটা?
0 notes
sohagsr · 5 years
Text
মায়া অ্যাপ থেকে আবারো যত খুশি তত মোবাইল রিচার্জ কিংবা বিকাশে টাকা নিন ‌| সময় একদম সীমিত।
মায়া অ্যাপ থেকে আবারো যত খুশি তত মোবাইল রিচার্জ কিংবা বিকাশে টাকা নিন ‌| সময় একদম সীমিত।
ইউটিউবে আমারটিপ্সকে সাবস্ক্রাইব করুন
হ্যালো বন্ধুরা কি খবর সবার ভালো আছেন?? আমি তিন চারদিন আগে একটা পোস্ট করছিলাম মায়া অ্যাপ নিয়ে মনে পড়ছে??? তো অ্যাপটি হ্যাকিং এর শিকার হয়েছিল যার কারণে তাদের রেফার সিস্টেম আই মিন রেফার করে যে ইনকাম টা হতো ওই টা বন্ধ করে দিয়েছিল সাময়িক সময়ের জন্য। ইনভাইট করে ইনকাম এর সিস্টেম টা অফ করার জন্য আমি ওই পোস্টটি আমারটিপ্সথেকে সরিয়ে নিয়েছিলাম। এর কারণ হচ্ছে মূলত…
View On WordPress
0 notes
bdtodays · 4 years
Text
New Post on BDTodays.com
ধামরাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জন জয়িতাকে সংর্বধনা প্রদান
Tumblr media
মাহবুবুল আলম রিপন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচজন জয়িতা নারীকে সংর্বধনা প্রদান করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “নারীরা আজ অগ্রসর, চায় সমত...
বিস্তারিত এখানেঃ https://bdtodays.net/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%97%e0%a6%ae-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%95%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac/
0 notes
trendzon · 5 years
Link
ডজইন ও ডজইনর ফইল রভউ মষটর কলস টক পঠনর লষট ডট: -- কলস শর -- কলসর ফ টক (ফকসড) কলস ট - মসর ও বশ সময ধর চলব সরযস পরসন ছড এখন এলও ন বলদশ ব দশর বহরর য কন পরনত থক এই কলস করত পরবন সট সখয খব সমত তই সট পরণ হয গল করর রকযষট রখ হব ন. বকশ নমবর 01770985848 পরসনল. রকট নমবর 017709858481 পরসনল. রকট নমবর 017298302514 পরসনল. (কন দরকর হল ইনবকস ন কর 01770985848 এই নমবর কল দবন) বসতরত ফন কথ হব য ভব কলস করত পরবন উপর দওয বকশ ব রকট নমবর টক পঠনর পর আপন আপনর নমবর ট আমর ফসবক আইডত ইনবকস করবন তহল আপনক একট সকরট গরপ এড করব আর ক
0 notes
আমেরিকার মাটিতে পা রাখার আগে সাবধান, নাগরিকদের সতর্ক করল চিন - আগাম বার্তা
আমেরিকার মাটিতে পা রাখার আগে সাবধান, নাগরিকদের সতর্ক করল চিন – আগাম বার্তা
বেজিংঃ বাণিজ্য যুদ্ধ সহ একাধিক ইস্যুতে আমেরিকার সঙ্গে চিনের সম্পর্ক ক্রমশ তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থায় যখন দু’দেশের সম্পর্ক ক্রমশ অবনতির পথে সেই সমত আরও বড় পদক্ষেপ নিল কমিউনিস্ট বেজিং। চিনের নাগরিকদের সে দেশে ভ্রমণের ক্ষেত্রে চরম সতর্কতা জারি করল জি জিংপিং সরকার। এই বিষয়ে নাগরিকদের সতর্ক করে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে সরকারের তরফে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেকদিনই আমেরিকার…
View On WordPress
0 notes
faruk1199 · 2 years
Link
শাওমি রেডমি ৯ বাংলাদেশে দাম – xiaomi redmi 9 price in bangladesh
0 notes
amarnews · 4 years
Text
অবিশ্বাস্য জয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
অবিশ্বাস্য জয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
[ad_1] ম্যানচেস্টার, ১৪ সেপ্টেম্বর-সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অবিশ্বাস্য জয় পেয়েছে ইংল্যান্ড। পুঁজি ছিল একেবারেই কম। ব্যাটিং ধসে ইংলান্ড মাত্র ২৩১ তুলতে সক্ষম হয়। সহজ জয়ের পথে দুর্দান্ত শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু হঠাৎই যেন পথ হারিয়ে ফেলে অজিরা। ২০৭ রানেই থেমে যায় তাদের ইনিংস। ফলে ২৪ রানের জয় পায় ইংলিশরা। এর সুবাদে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা। প্রথম ম্যাচটি ১৯…
View On WordPress
0 notes
infonews24 · 4 years
Text
সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
[ad_1]
Tumblr media
দলের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শে�� মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।
অন্যদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়াও রাজধানীর বাইরে বিভাগীয়, জেলা ও…
View On WordPress
0 notes
few-favorite-things · 4 years
Text
আয়লার স্মৃতি উস্কে এক্সট্রিম সিভিয়ার সাইক্লোনে পরিণত হচ্ছে 'আমফা���', রাজ্যের কোন জেলায় কেমন প্রভাব! | Kolkata
আয়লার স্মৃতি উস্কে এক্সট্রিম সিভিয়ার সাইক্লোনে পরিণত হচ্ছে ‘আমফান’, রাজ্যের কোন জেলায় কেমন প্রভাব! | Kolkata
Tumblr media
উপগ্রহ চিত্র কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর জেলায় অতি প্রবল বৃষ্টি হবে। জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ।
#কলকাতাঃ২০০৯-এর স্মৃতি উস্কে অতি প্রবল গতিতে ধেয়ে আসছে ‘আমফান’ । প্রবল শক্তি সঞ্চয় করে আমফান এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে ।  আলিপুর আবহাওয়া দফতর…
View On WordPress
0 notes
sohagsr · 5 years
Text
আবারও মায়া অ্যাপ থেকে আনলিমিটেড ফ্রি মোবাইল রিচার্জ নিন | সময় সীমিত!!
আবারও মায়া অ্যাপ থেকে আনলিমিটেড ফ্রি মোবাইল রিচার্জ নিন | সময় সীমিত!!
হ্যালো বন্ধুরা কি খবর সবার ভালো আছেন?? আমি তিন চারদিন আগে একটা পোস্ট করছিলাম মায়া অ্যাপ নিয়ে মনে পড়ছে??? তো অ্যাপটি হ্যাকিং এর শিকার হয়েছিল যার কারণে তাদের রেফার সিস্টেম আই মিন রেফার করে যে ইনকাম টা হতো ওই টা বন্ধ করে দিয়েছিল সাময়িক সময়ের জন্য। ইনভাইট করে ইনকাম এর সিস্টেম টা অফ করার জন্য আমি ওই পোস্টটি আমারটিপ্সথেকে সরিয়ে নিয়েছিলাম। এর কারণ হচ্ছে মূলত এই অ্যাপটি থেকে ইনভাইট করে ইনকাম করা…
View On WordPress
0 notes
santahar · 6 years
Text
#টেষ্টটিউব_বেবী
পর পুরুষের বীর্য সংমিশ্রণ করে বাচ্চা নেয়া বা বেগানা মহিলার ডিম্বাণু নিয়ে আপনার বীর্য সংমিশ্রণ করে টেষ্টটিউব বেবী নেওয়াটা কি ইসলাম সমত? অাপনি শারিরিক ভাবে অক্ষম এবং বীর্যহীন! এক্ষেত্রে অাপনি অন্য কোন পুরুষের বীর্য টিউবের মধ্যমে অাপনার স্ত্রীর রেহেম ( গর্ভাশয়ে) স্হাপন করে সন্তান জন্ম দিতে পারবেনা! এইটা ইসলামের সমর্থন যগ্যনা! #টেষ্টটিউব পদ্ধতিটি ৩টি রকমে হতে পারে যেমন - 1) বেগানা পুরুষের বীর্য বা বেগানা নারীর বীর্য একত্রিত করে টিউবে জমা করা! 2) মহিলার ডিম্বানু নিয়ে বেগানা পুরুষের বীর্যের সাথে মিশিয়ে তারই জরায়ূতে প্রবেশ করানো! 3) বেগানা পুরুষের শুক্রাণু ও বেগানা মহিলার ডিম্বানু সংগ্রহ করে তৃতীয় কোন মহিলার রেহেমে বা জরায়ূতে প্রবেশ করানো! যাকে সারোগেট মাদার ( surrogete mother) বা ক্ষনস্হায়ী মা বলা হয়! উপর উল্লিখিত সবগুলি ধরনই নাজায়েজ হারাম! এরকম পদ্ধতি গ্রহন করে বা অন্য পুরুষের বীর্য টিউবের মধ্যমে সংগ্রহ করে স্ত্রীর রেহেমে প্রবেশ করিয়ে সন্তান নেয়া হারাম বা নাজায়েজ! যদি এরকম করে সন্তান নেয়া হয় তাহলে সে বাচ্চা বা সন্তানটি জারজ সন্তান বলে গন্য হবে! কারণ আল্লাহ কখন কাকে কি নেয়ামত দিবেন আল্লাহ্ই ভালো জানেন! মণে রাখবেন জম্ম,মৃত্যু,এই গুলো আল্লাহর হুকুমের বাহীরে হয়না! আপনি যদি নিজ ইচ্ছেতে মৃত্যু বরণ করেন এইটা একটা মহাপাপ! ঠিক একিই বাভে আল্লাহর হুকুমের বাহীরে আপনার নিজ ইচ্ছায় অন্যের সাহয্যে বাচ্চা নেওয়টা ও একি মহাপাপ! তাচাড়া সকল প্রকার বেগানা নারী-পুরুষ একে অপরের সাথে যেখানে দেখা করা হ���রাম! তাহলে তাদের শুক্রাণু ও ডিম্বাণু বীর্যের মধ্যেমে কি বাভে আপনার স্ত্রীর রেহেম ( গর্ভাশয়ে) স্হাপন করবেন???? ঠিক নিজের ইচ্চায় মৃত্যু বরর্ণ করা যেমন পাপ,তেমনি করে অন্যের সাহায্যে মা-বাবা হওয়াটাও পাপ ও আল্লাহর সাথে শেরেকী করার মত গুণাহ! #ইয়া আল্লাহ্ আমি সহ সকল মুসলিম জাতীকে সহী বুঝ দান করুন! এবং সকল প্রকার যিনা থেকে হেফাজত করুন! ""আমিন আমিন ইয়া রাব্বুলআলামিন"" ""ইয়া রব,ইয়া রহামান,ইয়া রাহিম"" ""ক্ষমা কর ইয়া আল্লাহ্"" ""ছুম্মাআমিন""
0 notes
bdtodays · 4 years
Text
New Post on BDTodays.com
নিয়ম-নীতি না মেনে কর্মী নিয়োগ
সুপ্রিয় চাকমা শুভ, রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে প্রশাসন ও সমাজসেবা অধিদফতরকে চোখে ধুলো দিয়ে পরিচালনার ক্ষেত্রে কোনো নিয়ম-নীতি না মেনে কাজ শুরু করেছে উদয়ন সমাজকল্যাণ সমিতি (এনজিও)। দেশী বিদেশী এনজিওগুলো পরিচালনার ক্ষেত্রে স্থানীয় সমাজসেবা, জাতীয়ভাবে এনজিও ব্যুরো নিবন্ধন করতে হয়। কোনো এনজিও সংস্থা সমত...
বিস্তারিত এখানেঃ https://bdtodays.net/%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%ae-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%bf/
0 notes