Tumgik
lastnews24 · 4 years
Text
২৪ ঘণ্টায় করোনা শনাক্ত আরও ১৯১৮ জনের
Tumblr media
ষ্টাফ রিপোর্টার/-  মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক দৈনন্দিন বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস শনাক্ত হয়েছে আরও ১৯১৮ জনের মধ্যে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪৪ হাজার ২০ জনে। এদিকে একই সময়ে করোনাভাইরাসে মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে আরও ৫০ জনের নাম। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন তিন হাজার ২৩৪ জন। বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা। গতকালের পরিস্থিতি সোমবার (৩ আগস্ট) করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ৩০ জন। একই সময়ে এ ভাইরাস শনাক্ত হয় আরও ১৩৫৬ জনের দেহে। ২৪ ঘণ্টায় চার হাজার ২৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৬ জন। এই সময়ে নমুনা পরীক্ষার ৩১ দশমিক ৯১ শতাংশের দেহে করোনা শনাক্ত হয়। বৈশ্বিক সর্বশেষ সুস্থ রোগীর সংখ্যা প্রায় এক কোটি ১৭ লাখ। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। তবে গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি ৮৫ লাখ। মৃতের সংখ্যা ছয় লাখ ৯৭ হাজারের বেশি। Read the full article
0 notes
lastnews24 · 4 years
Text
পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু
Tumblr media
কালিহাতী সংবাদদাতা/- সোমবার দুপুর ২টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত খুশি (৪)টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গিলাবাড়ি গ্রামের ট্রাকচালক লাভলু তরফদারের মেয়ে। অপরজন টাঙ্গাইল সদর উপজেলার বেতবাড়ী গ্রামের এনজিওকর্মী আবু বকর সিদ্দিকের ছেলে আবির হোসেন (৩)। শিশু দুটি সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. কুমার বিশ্বজিৎ পাল বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য কামরুন্নাহার রানী বলে���, আবির মা-বাবার সাথে মামার বাড়িতে সকালে বেড়াতে আসে। খেলার একপর্যায়ে বাড়ির পাশে বন্যার পানিতে খুশি ও আবির ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। Read the full article
0 notes
lastnews24 · 4 years
Text
মইনুল কবির হলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব
Tumblr media
ষ্টাফ রিপোর্টার/-সোমবার (৩ আগস্ট) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধান অনুযায়ী লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) মো. মইনুল কবিরকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব পদে চলতি দায়িত্ব প্রদান করলো। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের চলতি দায়িত্ব পেলেন একই বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) মো. মইনুল কবির। মইনুল কবির নবম বিসিএসের মাধ্যমে ১৯৯১ সালের ২৬ জানুয়ারি জুডিশিয়াল ক্যাডারে যোগদান করেন। শুরুতে তিনি ময়মনসিংহ, ফরিদপুর ও চাঁদপুর জেলা জজ আদালতে সহকারী জজ এবং সিনিয়র সহকারী জজ পদে চাকরি করেন।এর আগে গত ২১ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস মারা যান। নরেন দাস স্ত্রীসহ গত ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তারা। এরপর ১৯৯৮ সালের ৫ জুলাই আইন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং) পদে যোগদান করেন এবং সর্বশেষ ২০১৯ সালের ২৮ মে তিনি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) পদে পদোন্নতি পান। Read the full article
0 notes
lastnews24 · 4 years
Text
ঈদের ছুটি শেষে আবার ঢাকায় ফিরছে সবাই
Tumblr media
ষ্টাফ রিপোর্টার/- সোমবার (৩ আগস্ট) রাজধানীর কল্যাণপুর-গাবতলী বাসস্ট্যান্ড এলাকা ঘুরে অনেককেই ঢাকায় ফিরতে দেখা গেছে। করোনাভাইরাসের সংকটকালেও প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়েছিল হাজারও মানুষ। ছুটি শেষে তারা আবার ফিরতে শুরু করেছেন। বাস কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরা শুরু করেছেন মানুষ। যাওয়ার পথে বাসগুলোতে তেমন চাপ না থাকলেও ফেরার পথে কিছু দূরপাল্লার বাস যাত্রীবোঝাই করে ঢাকায় ফিরছে। আবার কোনোটি সরকারি স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক খালি রেখে চলছে। ঈদের আগ মুহূর্তে প্রায় সবাই একসঙ্গে ঢাকা ছাড়লেও ফেরার সময় আলাদাভাবে ফেরেন। অনেকেই ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি যোগ করে নেন। কেউ কেউ ঈদ শ���ষে অফিস ধরতে ঢাকায় ফিরলেও তাদের পরিবার বাড়িতে থেকে যায় আরও কিছুদিন।ছুটি শেষে যশোর থেকে ঢাকায় ফিরছিলেন বেসরকারি চাকরিজীবী মো. Read the full article
0 notes
lastnews24 · 4 years
Text
নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেলের একপ্রান্তের কাজ শেষ
Tumblr media
ষ্টাফ রিপোর্টার/-সোমবার (৩ আগস্ট) নিজেদের এক প্রকাশনায় নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিআরবিসি)জানায়, দেশের প্রথম এই টানেল নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিআরবিসি) চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেলের বাম লাইনের নির্মাণকাজ গতকাল (রোববার) শেষ করেছে। এতে প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশের কাজ শেষ হলো। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেলের একপ্রান্তের কাজ শেষ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিআরবিসি)। নির্মাণকারী প্রতিষ্ঠানটি জানায়, প্রকল্পটি চীনা গবেষণা ও মেশিন দিয়ে করা হচ্ছে। এটি বাংলাদেশে নদীর তলদেশ দিয়ে তৈরি প্রথম টানেল। টানেলের নির্মাণকাজ শেষ হলে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে এবং প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগও অনেক সুবিধাজনক হবে। টানেলটি কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে পূর্ব ও পশ্চিম তীরকে সংযুক্ত করেছে। সুড়ঙ্গের মোট দৈর্ঘ্য ৯.৩ কিলোমিটার। মূল কাঠামো ২৪৫০ মিটার দীর্ঘ। টানেলের ব্যাস ১১.৮ Read the full article
0 notes
lastnews24 · 4 years
Text
‘দেশে করোনা শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এখন ১.৩১ শতাংশ’
Tumblr media
ষ্টাফ রিপোর্টার/- ইউরোপ-আমেরিকা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতও হিমশিম খাচ্ছে। ভারতে দিনে প্রায় ৫০ হাজার মানুষ আক্রান্তের পাশাপাশি মৃত্যুও হচ্ছে প্রচুর। কিন্তু আমাদের দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এখন ১.৩১ শতাংশ। দিনে দিনে আক্রান্তের হারও কমে যাচ্ছে। কোরবানি ঈদে আক্রান্ত সামান্য বৃদ্ধি পেলেও তা সামলে নেয়ার সক্ষমতা এখন স্বাস্থ্যখাতের রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আরো বলেছেন, আমাদের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশেও করোনাভাইরাসে আক্রান্ত বিবেচনায় মৃত্যুহার কমাতে সক্ষম হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে প্রশংসিত হচ্ছেন। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে মিডিয়া ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। করোনার ভ্যাকসিন পাওয়া প্���সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশই করোনার ভ্যাকসিন আবিষ্কারের পথে রয়েছে। কোনো কোনো দেশ তৃতীয় পর্যায়ের পরীক্ষার মধ্যেই আছে। ভ্যাকসিন আবিষ্কার হলে বাংলাদেশ যেন আগে পায় সে ব্যাপারে সরকার তৎপর। ব্রিফিংকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার, স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. Read the full article
0 notes
lastnews24 · 4 years
Text
২৪ ঘন্টায় চিকিৎসা চেয়ে হটলাইনে ফোনকল ৬৮৭৩৯
Tumblr media
ষ্টাফ রিপোর্টার/-  আজ সোমবার (৩ আগস্ট)২৪ ঘণ্টায় হটলাইনে মোট ফোনকলের সংখ্যা ৬৮ হাজার ৭৩৯টি। অর্থাৎ একদিনের ব্যবধানে চিকিৎসা চেয়ে বাড়তি ১৮ হাজার ৮৯৯টি কল এসেছে। চিকিৎসাসেবা চেয়ে স্বাস্থ্য অধিদফতরের হটলাইনে ফের ফোনকলের সংখ্যা বেড়ে গেছে। রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় (ঈদের দিন) হটলাইনে ফোনকল গ্রহণ করা হয়েছে ৪৯ হাজার ৮৪০টি০। সোমবার (৩ আগস্ট) দুপুরে নিয়মিত বুলেটিনে গত ২৪ ঘণ্টার ফোনকলের তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি আরও বলেন, ‘হটলাইনে গত ২৪ ঘণ্টায় আসা ৬৮ হাজার ৭৩৯টি ফোনকলের মধ্যে স্বাস্থ্য বাতায়নে (১৬২৬৩) ১০ হাজার ১৬২টি, ৩৩৩ হটলাইনে ৫৮ হাজার ১৬২টি এবং আইইডিসিআরের (১০৬৫৫) হটলাইনে ৪১৫টি কল গ্রহণ করা হয়েছে।’ হটলাইন নম্বরগুলোতে এ পর্যন্ত ফোনকল গ্রহণ করা হয়েছে এক কোটি ৮১ লাখ ১০ হাজার ৯৩০টি বলেও জানান নাসিমা সুলতানা।এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ৩০ জন। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন তিন হাজার ১৮৪। একই সময়ে এ ভাইরাস শনাক্ত হয়েছে আরও ১৩৫৬ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪২ হাজার ১০২ জনে। তিনি আরও বলেন, ‘২৪ ঘণ্টায় করোনা স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন টেলিমেডিসিনের মাধ্যমে দুই হাজার ৩১ জন এবং এ পর্যন্ত গ্রহণ করেছেন এক লাখ ৫৬ হাজার ২৩০ জন।’ Read the full article
0 notes
lastnews24 · 4 years
Text
পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সচেষ্ট সরকার
Tumblr media
ষ্টাফ রিপোর্টার/- ঈদুল আজহার ছুটি শেষে সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দফতর/সংস্থাসমূহের কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, সরকার কৃষকের উৎপাদিত পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে। এজন্য বর্তমান সরকার ন্যায্যমূল্য নির্ধারণ, পাট ক্রয়-বিক্রয় সহজিকরণের জন্য এসএমএসভিত্তিক পাট ক্রয়-বিক্রয় ব্যবস্থাকরণ, কাঁচাপাট ও বহুমুখী পাটজাত প��্যের উৎপাদন বৃদ্ধিকরণ, পাটজাত পণ্য রফতানিতে প্রণোদনা ও অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধিকরণে কাজ করছে। এছাড়া দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় পাটচাষীদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি পাটশিল্পের সম্প্রসারণে সবধরনের সহায়তা করবে সরকার। সভায় বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, এনডিসিসহ অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সোমবার মন্ত্রীর অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, বহুমুখী পাটপণ্যের বর্তমান বাজার ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রেক্ষিতে পাটপণ্যের উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন ও পুনঃবিন্যাস করে বিজেএমসি’র বন্ধ ঘোষিত মিলসমূহ জরুরি ভিত্তিতে পুনঃচালু করতে কাজ করছে সরকার। অবসায়নের পরে দেশের পাটকলগুলো তথা মিলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি), যৌথ উদ্যোগ জিটুজি বা লিজ মডেলে পরিচালনার মাধ্যমে যত দ্রুত সম্ভব আবার উৎপাদনে ফিরিয়ে আনা হবে। একই সাথে মিলগুলোকে উপযুক্ত ব্যবস্থায় আধুনিকায়ন ও পুনঃচালু এবং বিজেএমসি’র জনবল কাঠামো পরিবর্তিত পরিস্হিতির আলোকে যৌক্তিকীকরণের বিষয়ে সুপারিশ প্রদানের জন্য গঠিত উচ্চ পর্যায়ের দুটি কমিটি ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে।শ্রমিকদের চাকুরী ১ জুলাই হতে অবসান করায় শ্রম আইনের বিধান অনুযায়ী ৬০ দিনের Read the full article
0 notes
lastnews24 · 4 years
Text
করোনায় দেশে নতুন করে আক্রান্ত ১৩৫৬ জন
Tumblr media
ষ্টাফ রিপোর্টার/- সোমবার (৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক দৈনন্দিন বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. Read the full article
0 notes
lastnews24 · 4 years
Text
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর তালিকায় আরও ৩০
Tumblr media
ষ্টাফ রিপোর্টার/- সোমবার (৩ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. Read the full article
0 notes
lastnews24 · 4 years
Text
ঈদ শেষেও নেই ভিড় বা যানজটের চিরচেনা রূপ
Tumblr media
ষ্টাফ রিপোর্টার/-  সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবসে সরেজমিন রাজধানীর মতিঝিল ও এর আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে চোখে পড়েনি মানুষের ভিড় কিংবা যানজটের চিরচেনা রূপ। ফুটপাতে ছিল না কোনো হকার, সড়কে নেই ট্রাফিক জ্যাম। এবারের ঈদে নির্ধারিত তিন দিনের সাধারণ ছুটির বাইরে আর কোনো ছুটি দেয়া হয়নি। গতকাল রোববার শেষ হয়েছে তিন দিনের নির্ধারিত ছুটি। কর্মস্থলে যোগ দিতে রোববার রাত থেকেই অনেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন, অফিসও করেছেন সোমবার। ঈদের পরের প্রথম কার্যদিবসে চিরচেনা রূপে ফেরেনি রাজধানী ঢাকা। নেই কোলাহল, এখনও ফাঁকা ঢাকা। ব্যস্ত মতিঝিলের ফাঁকা রাস্তায় হাতেগোনা রিকশা ও সিএনজি অটোরিকশা চলছে। প্রাইভেটকারের সংখ্যাও কম। ফুটপাতে দু-একজন ভিক্ষুক ঘুমাচ্ছেন। এ ছাড়া কোনো মানুষের দেখা মেলেনি।মতিঝিল থেকে আব্দুল্লাহপুরের বিআরটিসি বাসের সহকারী শাহিন হাসান জানান, ঈদের আগে যে গন্তব্যে যেতে এক-দেড় ঘণ্টা লাগতো এখন রাস্তা ফাঁকা হওয়ায় ১৫-২৫ মিনিটের মধ্যে চলে যাচ্ছেন। তবে যাত্রী কম থাকায় উপার্জনও কম হচ্ছে তাদের। যাত্রী মাইনুল হাসান রাজু জানান, বাসে মতিঝিল থেকে নতুনবাজার যেতে দুই ঘণ্টার বেশি সময় লাগত। আজ থেমে থেমেও ৩৫ মিনিটে পৌঁছে গেলাম। সড়ক ছিল কোলাহল-যানজটমুক্ত। এমন ঢাকাই তো চাই আমরা। বাড়িফেরা অনেকেই এখনো ঢাকায় ফেরেননি; তবে যারা ঢাকায়ই ঈদ করেছেন জরুরি প্রয়োজন ছাড়া তারাও বাইরে বের হননি।দুপুরের দিকে রাজধানীর পল্টন, শাহবাগ, বাংলামোটর, ইস্কাটন, মগবাজার, হাতিরঝিল, গুলশান, রামপুরা-বাড্ডা এলাকা ঘুরেও চোখে পড়ে ফাঁকা পথঘাট। গণপরিবহন তুলনামূলক কম। রাহাত হোসেন নামে বেইলি রোড থেকে টঙ্গীর উদ্দেশ্যে রওনা হওয়া একজন চাকরিজীবী লাষ্ট নিউজকে বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে (একটি প্রথম সারির ব্যাংক) চাকরি করি। Read the full article
0 notes
lastnews24 · 4 years
Text
১৫ আগস্ট পর্যন্ত বিমানের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
Tumblr media
ষ্টাফ রিপোর্টার/- সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটের নোটিস বোর্ডের তথ্যে জানানো হয়েছে যে, দুবাই, আবুধাবি ও লন্ডন রুটের ফ্লাইট ছাড়া বিমান বাংলাদেশের বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট ১৫ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে। এছাড়া মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটের ফ্লাইট ৩১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। পাশাপাশি কুয়েত সরকারের নিষেধাজ্ঞা থাকার কারণে ঢাকা-কুয়েত-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরণীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। ১৬ জুন থেকে ঢাকা থেকে লন্ডন রুটে এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয় বেবিচক। Read the full article
0 notes
lastnews24 · 4 years
Text
করোনায় নিয়ন্ত্রিত চলাচলের সীমা বাড়িয়েছে সরকার
Tumblr media
ষ্টাফ রিপোর্টার/-সোমবার (৩ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক অফিস আদেশ জারি করে জানানো হয়েছে, মহামারি করোনাভাইরাসের কারণে ৩১ আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রিত চলাচলের সীমা বাড়িয়েছে সরকার। এছাড়া রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, জরুরি পরিষেবা, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) ব্যতীত বাসস্থানের বাইরে আসা যাবে না। তবে দোকানপাট আগের মতোই রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে।এছাড়া সরকারি-বেসরকারি অফিস স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলে জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক স্মারকে এ আদেশ জারি করা হয়। আদেশে ১০টি বিষয়ের কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং সাপ্তাহিক ছুটি এ নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া বাসস্থানের বাইরে সব সময় মাস্ক পরতে হবে এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাটবাজার, দোকান ইত্যাদিতে বাড়তি সতর্কতা থাকতে হবে এবং রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়ােজন ছাড়া (প্রয়ােজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, জরুরি পরিষেবা, ঔষধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন-সতকার ইত্যাদি) বাসস্থানের বাইরে আসা যাবে না। বাসস্থানের বাইরে সর্বাবস্থায় মাস্ক পরিধান করা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাটবাজার, দােকান-পাট ও শপিংমলে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে Read the full article
0 notes
lastnews24 · 4 years
Text
বন্যামুক্তিতে লাগতে পারে আরও ৭ -১০ দিন
Tumblr media
ষ্টাফ রিপোর্টার/- সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. Read the full article
0 notes
lastnews24 · 4 years
Text
দেশের ১৬টি অঞ্চলে আজ ১ নম্বর সতর্ক সংকেত
Tumblr media
ষ্টাফ রিপোর্টার/- আজ সোমবার (৩ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়ছে। আগামী দু’দিনে তা আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। দেশের উল্লেখিত ১৬টি অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে।হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে আজ ভোরের দিকে ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। Read the full article
0 notes
lastnews24 · 4 years
Text
নওয়াপাড়ার সন্ত্রাসি ও চাঁদাবাজ কালাম মাঝি এখন ঢাকার ঠিকাদার
অভয়নগর(যশোর) প্রতিনিধি/- হতদরিদ্র পরিবারের সন্তান আবুল কালামের পিতা আমির আলী গাজী ভৈরব নদীতে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। যদিও বর্তমানে তিনি নৈশ প্রহরীর কাজ করে জীবিকা নির্বাহ করে চলেছেন। দারিদ্রতার কারণে লেখাপড়া শেখা হয়নি কালামের।প্রকৃত নাম আবুল কালাম। বাড়ি অভয়নগর উপজেলার ভৈরব তীরবর্তী শংকরপাশা গ্রামে। ছোট বেলা থেকেই পিতার সাথে শুরু হয় মাঝির জীবন। ১৩/১৪ বছর বয়স থেকেই মাঝি কালাম নামে পরিচিতি লাভ করে এলাকায়। ট্রলার চালানোর সুবাদে সে প্রায়ই যেতে হতো সুন্দরবন এলাকায় গোলপাতা আনতে। গোলপাতা আনা নেয়ার এক পর্যায়ে সে জড়িয়ে পড়ে চোর চক্রের সাথে। সুন্দরবন থেকে গোলপাতার সাথে গরাণ ও সুন্দরী কাঠ চুরি করে এনে বিক্রি করা শুরু করে কালাম। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান কালামকে পেয়ে বসে রাতারাতি মোটা অংকের টাকার মালিক হওয়ার স্বপ্নে। এরমধ্যেই যাত্রা শুরু করে বন্দর নগরী হিসেবে নওয়াপাড়া। ঘাটে ঘাটে সার বোঝাই ট্রলার, কার্গো। গোডাউনে বা খোলা আকাশের নিচেও আমদানিকারকরা সার, খাদ্য শস্যসহ বিভিন্ন পণ্য স্তুপ করতে থাকে । চোখ পড়ে যায় কালামের। গড়ে তোলে চোর চক্র। বিভিন্ন কায়দায় ট্রলার,গোডাউনসহ বন্দর এলাকা থেকে চুরি করতে থাকে সার, সিমেন্টসহ নানাবিধ পণ্য। দেখতে না দেখতে খেতাব পেয়ে যায় চোর কালাম নামেও। তবে এতেও মন ভরেনি কালামের। ধীরে ধীরে গড়ে তোলে ডাকাত দল। হাতে তুলে নেয় আগ্নেয়াস্ত্র। মাঝি কালাম ওরফে চোর কালাম নেমে পড়ে ট্রাকসহ মালামাল লুট করতে ।ওই সময় খেতাব বেড়ে ডাকাত কালাম নামে পরিচিতি লাভ করে সে। ফলে প্রকৃত নাম আবুল কালাম হলেও এ নামে তাকে এলাকার কেউ চেনেন না। মাঝি কালাম, চোর কালাম বা ডাকাত কালাম নামেই এলাকায় তার ব্যাপক পরিচিতি। পুলিশসহ প্রশাসনের সকল বিভাগের নজরদারি বেড়ে যায়। ব্যবসায়ী ও আমদানিকারকরাও অতিষ্ঠ হয়ে পড়েন কালাম বাহিনীর অত্যাচারে। সর্বশেষ গত ২০০৫ সালের ১৫ জুলাই অভয়নগর থানা ভবন থেকে আধা কিলোমিটারের মধ্যে নওয়াপাড়ার বোয়ালমারী ব্রীজ সংলগ্ন জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের ২নং ঘাটের একটি গুদাম থেকে কালাম বাহিনী রাত সাড়ে তিনটার দিকে টিএসপি সার চুরি করে ট্রাকে লোড দেয়। খবর পেয়ে বিশেষ অভিযানে থাকা তৎকালীনের পুলিশের এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান শুরু করেন। ততক্ষণে চোরাই সার বোঝাই ট্রাকটি পুলিশের সাড়া পেয়ে সার লোড করে যশোর-খুলনা মহাসড়কে উঠে পড়ে। এসময় পুলিশ ধাওয়া করলে ট্রাকটি গতি বাড়িয়ে দেয় এবং চালকের কেবিন থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বাহিনী প্রধান কালাম। এতে অভয়নগর থানার কনস্টেবল আজগর আলী পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন ( যিনি বর্তমানে অভয়নগর থানায় কর্মরত আছেন)। সেই সাথে কনস্টেবল পরিমল চন্দ্র ও আলমগীর হোসেন আহত হন। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। পরিস্থিতি বেগতিক দেখে ট্রাকের চালক কেবিন থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। এ সুযোগে ট্রাকে থাকা ডাকাতদলের অন্য সদস্যরাও পালিয়ে যেতে সক্ষম হয়। তবে বাহিনী প্রধান আবুল কালাম ওরফে মাঝি কালাম ওরফে চোর কালাম ওরফে ডাকাত কালামকে চালকের কেবিন থেকে হাতেনাতে আটক করে এবং সার বোঝাই ট্রাকটি জব্দ করে। এবং জব্দকৃত ট্রাক থেকে ৫শ’৯ বস্তা চোরাই টিএসপি সার উদ্ধার করে পুলিশ। আহত তিন পুলিশ সদস্যকে ওই রাতেই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুলিবিদ্ধ কনস্টেবল আজগর আলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে আটকের পর কালাম পুলিশের কাছে নওয়াপাড়া বন্দরে চুরি, ছিনতাই, লুটপাটসহ নানা অপকর্মের কথা স্বীকার করে। এ ঘটনায় ডাকাতি ও কর্তব্যরত পুলিশের ওপর গুলিবর্ষণের অভিযোগে পৃথক ধারায় এসআই মাসুদ রানা বাদী হয়ে মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৬, তাং ১৬-০৭/২০০৫ ইং। ধারা- ৩৩২/৩৩৩/৩৫৩ দঃ বিঃ। পরদিন বাহিনী প্রধান কালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে এই মামলায় জামিনে বের হয়ে হত্যা, ডাকাতি, অস্ত্র ও পুলিশ এ্যাসাল্টসহ একাধিক মামলার আসামি আবুল কালাম ওরফে মাঝি কালাম ওরফে চোর কালাম ওরফে ডাকাত কালাম প্রায় একযুগ আগে এলাকাছাড়া হয়। যশোর-৪ আসনের বিএনপি’র এক শীর্ষ নেতার মদদপুষ্ট হয়ে বিস্তার ঘটায় ঠিকাদারি ব্যবসার। গড়ে তোলে মাতৃকা ক্যাসকেড বিল্ডার্স লিঃ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। সম্প্রতি গোপালগঞ্জ ও নওয়াপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে অভয়নগর থানা পুলিশ ও যশোর ডিবি পুলিশের যৌথ অভিযানে চাঁদাবাজ চক্রের বেশ কিছু সদস্য আটক হওয়ার পর আবারও প্রকাশ্যে আসে আবুল কালাম ওরফে মাঝি কালাম ওরফে চোর কালাম ওরফে ডাকাত কালামের নাম। এলাকা ছাড়া হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছদ্মবেশে ঘুরে ঘুরে গড়ে তোলে চাঁদাবাজ সিন্ডিকেট। রাজধানীতে এক শীর্ষ সন্ত্রাসীর ছত্রছায়ায় কালাম ওরফে মাঝি কালাম ওরফে চোর কালাম দেশের বিভিন্ন এলাকায় তার চাঁদাবাজ চক্র সক্রিয় করে তোলে। আর এ সকল অপকর্ম থেকে নিজেকে আড়াল করতে শুরু করে নামমাত্র ঠিকাদারী ব্যবসা। Read the full article
0 notes
lastnews24 · 4 years
Text
নাবিক পদে চাকরি দেয়ার নামে ভূয়া ক্যাপ্টেনের প্রতারণা
Tumblr media
বিশেষ প্রতিনিধি/- চীনা পতাকাবাহী জাহাজে সি-ম্যান পদে কর্মরত ছিলেন আরিফুল ইসলাম ।তাকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ অভিযোগ চাকরি দেয়ার নামে একাধিক প্রতারণার । নিজেকে জাহাজের ক্যাপ্টেন দাবি করে নাবিক পদে চাকরি দেয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন আরিফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি। আরিফুল ইসলাম চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলার মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর ভাটেরখিল এলাকার নূর মোহাম্মদের ছেলে। সম্প্রতি রাজশাহীর তিন যুবককে চাকরি দেয়ার নামে ছয় লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন আরিফুল। এরপর থেকে তার হদিস পাচ্ছেন না ভুক্তভোগীরা। তাদেরই একজন রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের চকবিরহী এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে সেকেন্দার আলী। টাকা ফেরত চেয়ে তিনি আরিফুল ইসলামকে আইনি নোটিশ পাঠিয়েছেন। তার ভাষ্য, পানামার পতাকাবাহী এমভি ভিনসেন জাহাজে নাবিক পদে তাকে চাকরি দেয়া হয়েছিল। একইসঙ্গে চাকরি দেয়া হয়েছিল হুসাইন আলী ও হুমায়ুন আহমেদ নামে আরও দুজনকে। তাদের তিনজনের কাছ থেকে মোট ছয় লাখ ৬০ হাজার টাকা নিয়েছেন আরিফুল ইসলাম। কিন্তু তাদের তিনজনকে ধরিয়ে দেয়া হয় ভিয়েতনাম ভিত্তিক হাই ডং মেরিন অ্যান্ড শিপিং সার্ভিসের নিয়োগপত্র। গত ১ ফেব্রুয়ারি ভিয়েতনামে তাদের চাকরিতে যোগদানের কথা ছিল। ভিয়েতনামে যেতে দেয়া হয়েছিল বিমান টিকিটও। কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারেন, সবকিছুই ভুয়া। সেকেন্দার আলী আরও বলেন, চাকরিতে নিয়োগ পাইয়ে দিতে আরিফুল তার স্ত্রী মৌসুমি আক্তারের ইসলামী ব্যাংকের রাজধানীর বাড্ডা শাখার ৯৪৫৩ হিসাব নম্বরে টাকা নেন। গত ১২ জানুয়ারি ৫০ হাজার টাকা, ১৯ জানুয়ারি ৮০ হাজার টাকা এবং ৩০ জানুয়ারি দুই লাখ ৪০ হাজার টাকা নেন। বাকি তিন লাখ ২৬ হাজার টাকা নেন গত ৩১ জানুয়ারি বিমানবন্দরে। এর দুদিন পর ২ ফেব্রুয়ারি মালিন্দ এয়ারওয়েজে তাদের ভিয়েতনাম নিয়ে যাবার কথা ছিল। কিন্তু আরিফুলের আর হদিস পাওয়া যায়নি। তখনই তারা প্রতারণার বিষয়টি টের পান।একই ভাষ্য পরিষদ চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামিরও। বলেন, তার জানা মতে ওই এলাকায় এ নামে কেউ নেই। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। অভিযোগ পেলে ব্যবস্থাও নেবেন। অভিযোগ বিষয়ে জানতে কয়েক দফা আরিফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি। প্রতারক আরিফ তার ঠিকানা সীতাকুণ্ডু উপজেলার মুরাদপুর ইউনিয়নের ২ ও ৪ নম্বর ওয়ার্ড এলাকায় বলে জানিয়েছেন ভুক্তভোগীদের। তবে এই নামে এলাকায় কেউ নেই বলে জানিয়েছেন ২ নম্বর ওয়ার্ড সদস্য এজাহারুল ইসলাম ও ৪ নম্বর ওয়ার্ড সদস্য আকবর হোসেন। Read the full article
0 notes