Tumgik
Text
Parts of Speech
What is parts of speech ?
"Parts of speech" এর 'part' যার অর্থ হল 'অংশ' এবং 'speech' যার অর্থ হল 'বক্তৃতা' । অর্থাৎ 'parts of speech' মানে হল বক্তৃতার অংশ ।
আমরা যখন মুখে কিছু বলি তখন সেটার নাম দিই কথা বা বক্তিতা, কিন্তু সেটা যখন আমরা লিখে প্রকাশ করি তখন সেটার নাম দিই বাক্য । অর্থাৎ 'parts of speech' -কে আমরা বাক্যের অংশও বলতে পারি ।
উদাহরণ হিসেবে যদি বলি, I go to school everyday - এটি একটি কথা বা বিবৃতি কিন্তু এটিকেই যখন ভাষায় লিখে প্রকাশ করব তখন এটি হয়ে যাবে বাক্য ।
Continue reading
0 notes
Text
Articles in English Grammar
ইংরেজিতে কোন কিছুকে নির্দিষ্ট ও অনির্দিষ্ট করে বোঝানোর জন্য যে সমস্ত word ব্যবহার করা হয় তাদের Articles বলে । A, An এবং The এই তিনটি হল articles .
Types of articles :-
Articles -কে দুই ভাগে ভাগ করা যায় । যথা- Indefinite ( অনির্দিষ্ট ) articles এবং Definite ( নির্দিষ্ট ) articles .
Continue reading
0 notes
Text
Gender in English Grammar
Gender definition
Gender এর আভিধানিক অর্থ হল লিঙ্গ । স্ত্রী ও পুরুষ কে পৃথক ভাবে বোঝাতে Noun ও Pronoun এর পরিবর্তিত রূপকে বলা হয় Gender বা লিঙ্গ ।
Contents
What is Gender in simple words ? /  Gender definition sociology
আরও সহজ ভাষায় বলতে গেলে Gender হল সেই Noun বা Pronoun যা একজন মানুষকে সমাজের কাছে স্ত্রী অথবা পুরুষ হিসেবে একটি পৃথক পরিচয় প্রদান করে ।
Continue reading
0 notes
Text
Sentence in Bengali
Sentence বা বাক্য  কাকে বলে ?
কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন একটা সম্পূর্ণ অর্থ এবং মনের ভাব প্রকাশ করে তখন তাকে sentence বা বাক্য বলে।
যেমন - I am Kamal - আমি কমল ।
I am a student - আমি একজন ছাত্র ।
উপরের দুটি বাংলা এবং দুটি ইংরেজি শব্দসমষ্টিরই একটি করে অর্থ আছে এবং প্রত্যেকটি শব্দসমষ্টিই একটি করে মনের ভাব প্রকাশ করছে । অর্থাৎ উপরের শব্দগুচ্ছ বা শব্দসমষ্টি গুলিকে sentence বা বাক্য বলা যায় ।
প্রসঙ্গত উল্লেখ্য মিলিত শব্দের সমষ্টি অর্থহীন হলে তাকে sentence বা বাক্য বলা যাবে না।
Continue reading
0 notes
Text
Word in Bengali
Word এর আক্ষরিক অর্থ হল শব্দ । word বা শব্দ হল কয়েকটি letter বা বর্ণের সমষ্টি।
যেমন - bat, cup, book ইত্যাদি।
Word বা শব্দ কাকে বলে ?
যখন কতকগুলি letter বা বর্ণ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে, তখন তাকে word বা শব্দ বলে। যেমন - cat ( বিড়াল ), tree ( গাছ ) ইত্যাদি।
মিলিত বর্ণ বা অক্ষরের সমষ্টি অর্থহীন হলে তাকে শব্দ বলা যাবে না।
Continue reading
0 notes
Text
English Alphabet in Bengali
Tumblr media
পৃথিবীর সমস্ত ভাষাকে লিখে প্রকাশ করার জন্য কিছু সাংকেতিক চিহ্ন আছে এবং সেই সাংকেতিক চিহ্নের সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা বলে ।
English alphabet বা ইংরেজি বর্ণমালা
পৃথিবীর অন্যান্য ভাষার মতোই ইংরেজি ভাষাকেও লিখে প্রকাশ করার জন্য কিছু সাংকেতিক চিহ্ন আছে যাকে English alphabet বা ইংরেজি বর্ণমালা বলে ।
Read more
1 note · View note